ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ
নয়া নির্দেশিকা অনুযায়ী আগামী ২০ এপ্রিল থেকে কাজ শুরু করতে পারে আইটি সেক্টরের কিছু নির্দিষ্ট সরকারি ও বেসরকারি সংস্থা। প্রধানমন্ত্রী গতকাল তার ভাষণে জানিয়েছিলেন বিস্তারিত নয়া নির্দেশিকা আজ অর্থাৎ বুধবার জারি করা হবে। সেই অনুযায়ী আজ বুধবার এক নির্দেশিকায় জানানো হয়েছে দেশের তথ্য প্রযুক্তির সাথে যুক্ত ৫০% ডেটা, কল সেন্টার ও সরকারি তথ্য প্রযুক্তি এবং বিভিন্ন কোম্পানির ই-কমার্স পরিষেবার কাজ শুরু হবে।
আরও পড়ুনঃ লকডাউনের দ্বিতীয় পর্যায়ে স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা
দেশজুড়ে লকডাউন ঘোষণার পর থেকে কার্যত বন্ধ ছিল ই-কমার্স পরিষেবাগুলি। যার জেরে ভোগান্তিতে পড়েছে বহু সাধারণ মানুষ। সাহায্যের জন্য এগিয়ে এসেছে পুলিশসহ বহু স্বেচ্ছাসেবী সংস্থা। গত ২৪ শে মার্চ প্রথম ধাপের লকডাউনে যে নির্দেশিকা ছিল তাতে দেশ জুড়ে ইন্টারনেট পরিষেবা, টেলিকম পরিষেবা, ব্রডকাস্টিং ও আইটি সেক্টরের কিছু কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া ছিল। তবে সেক্ষেত্রেও নির্দেশিকা ছিল উক্ত সেক্টর গুলোতে কাজ যদি বাড়ি থেকে করা সম্ভব হয় সে ক্ষেত্রে বাড়ি থেকেই করতে হবে।
তবে আজকের নয়া নির্দেশিকায় আইটি সেক্টরের ই-কমার্স সার্ভিসের বেশকিছু গুরুত্বপূর্ণ পরিষেবায় ছাড় দেওয়ার আপাতত বহু মানুষ স্বস্তিতে রয়েছে। পাশাপাশি আশঙ্কা এই ছাড় দেওয়ার ফলে করোনা সংক্রমণের গতি বাড়বে কিনা তাও চিন্তার বিষয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584