কুড়িয়ে টাকা পকেটে পুরে কোয়ারেন্টাইনে বাসিন্দারা

0
81

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

রাস্তায় পড়ে থাকা টাকার নোট কুড়িয়ে গৃহবন্দি হলেন রায়গঞ্জের কয়েকজন। করোনা সংক্রমণের আশঙ্কায় তাদের ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে রায়গঞ্জ থানার পুলিশ। জানা গেছে, ভোরের আলো ফুটতেই রাস্তায় থরে থরে টাকা পড়ে থাকতে দেখেন রায়গঞ্জের বন্দর এলাকার বাসিন্দারা।

video futage | newsfront.co
নিজস্ব চিত্র

এভাবে টাকা রাস্তায় পড়ে থাকতে দেখে যে যেমন পেরেছেন কুড়িয়ে নিয়ে সোজা পকেটে পুরেছেন। কে বা কারা, কেন এই চকচকে ৫০০ টাকার নোট রাস্তায় ছড়িয়ে গিয়েছে, তা নিয়ে চিন্তা না করেই নোট কুড়োতে হুড়োহুড়ি পড়ে যায়। কিন্তু তারপরেই যেন হুশ ফেরে। করোনার সংক্রমণের খপ্পরে পরার আশঙ্কা দেয়।

আরও পড়ুনঃ লকডাউনে সমস্যায় পড়েছেন মেদিনীপুরের বৃহন্নলারা

জানা গেছে, কুমারডাঙির দিক থেকে মোটর বাইকে চেপে দুজন বন্দর পোষ্ট অফিসের সামনে টাকা ছড়াতে ছড়াতে যান। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় রায়গঞ্জ থানার পুলিশ। এদিন স্থানীয় একটি বাড়ির সিসি ক্যামেরায় সে চিত্র ধরা পড়ে। স্থানীয় বাসিন্দাদের দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here