নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
২৪ মার্চ মধ্যরাত থেকে ২১ দিনের জন্য গোটা দেশে লক ডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, করোনা ভাইরাসের সংক্রমণের শৃঙ্খল ভাঙতে, এই ২১ দিনের জন্য নিজেদেরকে ঘরের ভেতর রাখুন। এমনকি এই তিন সপ্তাহ বাড়ির চৌকাঠের বাইরে পা রাখা যাবে না।
প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে বাস্তববাদী বলে অধিকাংশ মানুষই গ্রহণ করেছেন। কিন্তু একই সাথে কৌতূহল তৈরি হয়েছে অনেকেরই। সকলের একটাই প্রশ্ন, বাড়ির চৌকাঠের বাইরে পা না রাখলে মানুষের পেট চলবে কী করে? কী ভাবেই বা খাবারদাবার, ওষুধ, রান্নার জন্য জ্বালানি বা রোজকারের জন্য প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করা হবে, তা নিয়ে চিন্তার শেষ নেই সাধারন মানুষের।
আরও পড়ুনঃ রাজ্যে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা
এ ব্যাপারে প্রধানমন্ত্রীর তাঁর ভাষণেই এক প্রস্ত আশ্বাস দিয়েছিলেন। তার পর তাঁর বক্তৃতা শেষ হতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এ ব্যাপারে সুনির্দিষ্ট নির্দেশিকা তথা বিজ্ঞপ্তি প্রকাশ করে দেওয়া হয়েছে।
এবার দেখে নেওয়া যাক, সরকারের ঘোষণা অনুযায়ী কী কী খোলা থাকছে-
১) রেশন, মুদিখানা খোলা থাকবে। শাক সবজি, মাছ-মাংসের দোকানও খোলা থাকবে। সেই সঙ্গে থাকবে দুধের সরবরাহ। তবে পুরসভা বা পঞ্চায়েত কিংবা স্থানীয় প্রশাসন হোম ডেলিভারির ব্যবস্থা করতে পারলে খুব ভাল হয়। যাতে মানুষকে কিছুটা হলেও কম বাড়ির বাইরে বেরোতে হয়।
২) ব্যাঙ্ক, বিমা অফিস, এটিএম খোলা থাকবে।
৩) প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার দফতর খোলা থাকবে।
৪) টেলি যোগাযোগ, ইন্টারনেট পরিষেবা ও তথ্য প্রযুক্তি সহায়ক পরিষেবা খোলা থাকবে।
৫) খাবার, ওষুধ, মেডিকেল ইকুইপমেন্টের ই-কমার্স পরিষেবা খোলা থাকবে।
৬) পেট্রোল পাম্প, রান্নার গ্যাসের দোকান এজেন্সি খোলা থাকবে।
৭) বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র খোলা থাকবে এবং চালু থাকবে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাও।
৮) সমস্ত হিমঘর খোলা থাকবে।
৯) প্রাইভেট সিকিউরিটি সার্ভিসও থাকবে।
এবার দেখা যাক কী কী পরিষেবা বন্ধ থাকবে-
১) পুলিশ, স্বাস্থ্য পরিষেবা সহ সমস্ত রকম জরুরি পরিষেবা ব্যবস্থা ছাড়া, সবরকম সরকারি ও আধা সরকারি, স্বশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি অফিস, বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
২) সিনেমা হল, শপিং মল বন্ধ থাকবে।
৩) ওষুধ ও অন্যান্য অত্যাবশকীয় পণ্য উৎপাদন ব্যবস্থা ছাড়া, সমস্ত শিল্পোদ্যোগ বন্ধ থাকবে।
৪) রেল, সড়ক, আকাশ ও জলপথে সমস্ত রকমের গণ পরিবহণ বন্ধ থাকবে। একমাত্র পণ্য পরিবহণ ও জরুরি পরিষেবার জন্য পরিবহণ চালু থাকবে।
৫) সমস্ত রকম স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান গবেষণা কেন্দ্র বন্ধ থাকবে।
৬) হোটেল এবং লজ ইত্যাদি সব বন্ধ থাকবে। কেবল মাত্র লক ডাউনের জন্য যে সব হোটেল ও ধর্মশালাগুলো মানুষকে আশ্রয় দিয়েছে। শুধু সেগুলোই খোলা থাকবে।
৭) মৃতদেহ সৎকারের সময়েও এক সাথে কুড়ি জনের বেশি মানুষ থাকতে পারবে না।
৮) পাশাপাশি বন্ধ থাকবে সব রকম ধর্মীয় স্থান।
শুধু তাই নয়, অতি প্রয়োজন ছাড়া রাস্তায় কাউকে বেরোতে দেখলেই পুলিশের কড়া শাসনের সম্মুখীন হতে হচ্ছে বাসিন্দাদের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584