ওয়েব ডেস্ক,নিউজফ্রন্টঃ
দ্যা রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া(RGI) সেন্সাস ও এনপিআরের ফিল্ড ট্রায়াল শুরু করতে চলেছে।
সংবাদসংস্থা দ্য হিন্দু সূত্রে জানা গেছে যে কেন্দ্র সরকার সেন্সাস ও ন্যাশনাল পপুলেশন রেজিস্টার(এনপিআর)-এর প্রথম পর্যায়ে একটি অ্যাপের মাধ্যমে এই ফিল্ড ট্রায়াল শুরু করবে।
প্রথম পর্যায়ের বাড়ির তালিকা তৈরি, হাউসিং সেন্সাস ও এনপিআর আপডেটের কাজ গত বছরের ১লা এপ্রিল থেকে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু করোনা অতিমারির ফলে সেই প্রক্রিয়া আটকে যায়। সেই প্রক্রিয়া এবার শুরু হবে। জানা গেছে এই ট্রায়াল বা প্রাথমিক পরীক্ষা সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রত্যেকটা জেলার অন্তত একটা করে ব্লকে যেখানে ৫০-৬০ ঘরের বাস সেখানে শুরু করতে চায় কেন্দ্র সরকার।
The Registrar General of India (RGI) is preparing to conduct field trials of the first phase of #Census and the National Population Register (#NPR) through a mobile application in all the States and Union Territories.https://t.co/rRnYXL865p
— The Hindu (@the_hindu) March 3, 2021
২০১৯ সালের ১১ই ডিসেম্বর নাগরিকত্ব সংশোধনী আইন সংসদে পাশ হওয়ার পর দেশব্যাপী বিরোধিতা শুরু হয়। মৃত্যু হয় ৬০ এর বেশি মানুষের। একইসঙ্গে বেশকিছু রাজ্য ও সামাজিক সংগঠন এনপিআর-এর বিরোধিতা শুরু করে। দাবি ছিল যেহেতু ২০০৩এর নাগরিকত্ব সংশোধনী আইনের সঙ্গে এনপিআর ও এনআরসির সরাসরি সম্পর্ক রয়েছে। বিরোধী ও সমাজকর্মীরা আশঙ্কা করে এইএনপিআর’এর আড়ালেই এনআরসি বা এনআরআইসি’এর জাল বোনা হচ্ছে। তাদের দাবি ২০১৮-১৯ এর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এক বার্ষিক রিপোর্টের ২৬২ নম্বর পৃষ্ঠায় উল্লেখ রয়েছে যে এনপিআরই হল এনআরসির বা এন আরআইসি’র প্রথম ধাপ।শুরু হয় এনপিআরের বিরোধিতা।পশ্চিমবঙ্গ, কেরালা, রাজস্থান, পাঞ্জাব, দিল্লি, বিহার ও তেলেঙ্গানায় সিএএ-এনপিআর-এনআরসি বিরোধী প্রস্তাব পাস হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584