শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
রাজ্যে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ জনে। সোমবার স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিনে বলা হয়েছে, এখন পর্যন্ত রাজ্যে একদিনে সর্বোচ্চ আক্রান্ত হল পশ্চিমবঙ্গে। তার ফলে রাজ্যে চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১০ জনে।
একই সঙ্গে সুস্থ ২৯ জন এবং ৭ জন মৃতের সংখ্যা হিসেব করলে মোট সংখ্যা দাঁড়ায় ১৪৬ জনে। যদিও কেন্দ্রের দাবি, পশ্চিমবঙ্গে সব মিলিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫২ জন।
এতদিন পর্যন্ত ১০-১২ জনে তা সীমাবদ্ধ ছিল। কিন্তু এই প্রথম রাজ্যে আক্রান্তের সংখ্যা নিজের রেকর্ডকেই যেন ছাপিয়ে গেল বলে দাবি স্বাস্থ্য দফতরের। এই বুলেটিনে আরও জানানো হয়েছে, রাজ্যে ৩৯১৭৮ জন হোম আইসোলেশনে রয়েছেন।
করোনা উপসর্গ সন্দেহে ২২৭০ জনকে হাসপাতালে ভর্তি করানো হলেও ১৮৪৮ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। ৪২২ জন এখনও হাসপাতালের আইসোলেশনে ভর্তি রয়েছেন। এখনও পর্যন্ত ২৭৯৩ জনের লালারসের নমুনা পরীক্ষা করে দেখা হয়েছে।৫৮২ টি কোয়ারেন্টাইন সেন্টারে ১১০৩৯ জনকে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584