নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর থানার দামোদর চক গ্রামে বৃহস্পতিবার রাতে বোমাবাজিতে ২ জনের মৃত্যু ও ৫ জনের আহত হওয়ার ঘটনায় ১৫ জনকে গ্রেফতার করলো কেশপুর থানার পুলিশ। শনিবার ধৃতদের মেদিনীপুর আদালতে তোলা হয়।
বিচারক ৩ জনকে ৫ দিনের পুলিশ হেফাজত ও বাকি ১২ জনকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। বৃহস্পতিবার রাতে বোমাবাজির ঘটনায় ৪২ বছরের নাসিম আলী ও ১৪ বছরের আজাহার আলী মারা যায়।আজাহার আলী কেশপুরের একটি হাই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র ছিল।
আরও পড়ুনঃ বাংলাদেশে পাচার হওয়ার আগেই উদ্ধার আগ্নেয়াস্ত্র সহ গবাদিপশু
আর নাসিম আলীর ভাই সেলিম আলী হল এলাকার তৃণমূলের পঞ্চায়েত সদস্য। তাই ওই দুটি খুনের ঘটনায় ১৫ জনকে পুলিশ গ্রেফতার করলেও বাকি অভিযুক্তদের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে।তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা রয়েছে ।ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584