নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভা থেকে বাড়ি ফেরার পথে আক্রান্ত হলেন বিজেপি কর্মীরা। ভাঙচুর করা হয় শুভেন্দু অনুগামীদের বাসও। এই ঘটনায় আহত হন ১৫ জন বিজেপি কর্মী, এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ৬জন চিকিৎসাধীন চন্দ্রকোনা গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে।
ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের কেশপুর থানার অন্তর্গত বাজুয়াড়া ও মুগবাসন এলাকায়। অভিযোগের তির তৃণমূলের দিকে। জানা গিয়েছে, ঘাটাল মহকুমা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সভায় যোগ দেওয়ার জন্য এসেছিল বেশ কয়েকটি বাস।
সভা শেষে বাসগুলি যখন গন্তব্যের দিকে ফিরছিল সেই সময় কেশপুরের কাছে হামলা চালানো হয় বলে অভিযোগ। ইঁটের আঘাতে ভেঙে যায় বেশ কয়েকটি বাসের কাঁচ।
আরও পড়ুনঃ তৃণমূল-বিজেপির সংঘর্ষে উত্তপ্ত বুড়িরহাট, আহত দুই পক্ষের বেশ কয়েকজন
বিজেপি কর্মীদের বাস থেকে নামিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। অভিযোগের তির তৃণমূলের দিকে। ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মীর আঘাত গুরুতর। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584