নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
বৃহস্পতিবার বেলা এগারোটা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার ধাদিকা এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কের উপর একটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

এই দুর্ঘটনায় বাসে থাকা ১৫ জন যাত্রী আহত হয় ।স্থানীয় বাসিন্দারা ও গড়বেতা থানার পুলিশ ঘটনাস্থলে এসে বাসে থাকা আহত যাত্রীদের উদ্ধার করে ৷ প্রথমে তাদের গড়বেতা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটজনক হলে তাদের গড়বেতা গ্রামীণ হাসপাতাল থেকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।
আরও পড়ুনঃ মেদিনীপুরে ভস্মীভূত ৬ দোকান, চাঞ্চল্য
জানাগেছে, বাসটি মেদিনীপুর থেকে বাঁকুড়ার বিষ্ণুপুর যাচ্ছিল। বিষ্ণুপুর যাওয়ার পথে গড়বেতা এলাকায় একটি ট্রাকের সাথে ওই বাসের মুখোমুখি সংঘর্ষের ফলেই দুর্ঘটনাটি ঘটে ৷ ওই দুর্ঘটনার ফলে ৬০ নম্বর জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ সমস্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় ।
গড়বেতা থানার পুলিশ দুর্ঘটনার কবলে পড়া বাসও ট্রাকটি কে রাস্তা থেকে সরানোর পর ওই রাস্তায় ফের যান চলাচল স্বাভাবিক হয় ।পুলিশ ট্রাক ও বাসটিকে আটক করেছে। কি কারণে ওই দুর্ঘটনার ঘটনা ঘটল তা খতিয়ে দেখার জন্য গড়বেতা থানার পুলিশ তদন্ত শুরু করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584