জোয়ারের ধাক্কায় রূপনারায়ণে নৌকা ডুবি, নিখোঁজ ১৫

0
62

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

নিখোঁজদের খোঁজে চলছে তল্লাশি। নিজস্ব চিত্র

পূর্ব মেদিনীপুর জেলার মায়াচর থেকে মহিষাদলের দনিপুরে আসার পথে রূপনারায়ণ নদে নৌকা উল্টে নিখোঁজ ১৫ জন যাত্রী।

উদ্ধার হওয়া যাত্রীরা। নিজস্ব চিত্র

জানা গেছে, সোমবার সকালে প্রায় ৪০ জন যাত্রী নিয়ে মায়াচর থেকে দনিপুরে আসার সময় ভাটায় চড়ায় আটকে যায়। মাঝি জোয়ার আসার অপেক্ষা করে যাতে নৌকাটি পাড়ে আনতে পারে। কিন্তু হঠাৎই জোয়ারের ধাক্কায় নৌকা উল্টে যায়। যাত্রীরা উদ্ধারের জন্য চিৎকার শুরু করে।

নিজস্ব চিত্র
নিজস্ব চিত্র

দনিপুরের পাড় থেকে নৌকা নিয়ে উদ্ধার কাজে যায় স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি মহিষাদল পুলিশের প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার কাজের জন্য লঞ্চ নিয়ে যাওয়া হয়।

নিজস্ব চিত্র

এখনও পর্যন্ত খবর অনুযায়ী ১৫ জন নৌকো যাত্রী উদ্ধার করে হাওড়ার শ্যামপুর হাসপালে নিয়ে যাওয়া হয়েছে। মায়াচরের কমলপুরের হাসপাতালেও কিছু যাত্রীকে পাঠানো হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনও বাকি ১৫জন নৌকো যাত্রীকে খোঁজ চালাচ্ছে, অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রকাশিত খবরের পরে শেষ আপডেট অনুযায়ী, ইতিমধ্যেই প্রশাসন সূত্রের খবর মোট ২৬ জন নৌকো যাত্রীকে উদ্ধার করতে পেরেছে প্রশাসন, এছাড়াও পাশাপাশি তিনটি থানার পুলিশকে অ্যালার্ট জারি করেছে জেলা প্রশাসনের তরফ থেকে। এছাড়াও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক করা উদ্ধারকাজে নেমে পড়েছে জোর কদমে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here