মহামারিতে রেশন দুর্নীতি রুখতে কড়া সরকার! ৫০ জন গ্রেফতার, সাসপেন্ড ৬৫

0
49

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

মহামারির সময় রাজ্যের একজনও যাতে অভুক্ত না থাকেন, তার জন্য গণবণ্টন ব্যবস্থার মাধ্যমে সকলের কাছে রেশন পৌঁছে দিতে চাইছে পশ্চিমবঙ্গ সরকার। প্রত্যেক রাজ্যবাসীকে রেশন কার্ড প্রতি ৫ কেজি গম এবং ৫ কেজি চাল দেওয়া হচ্ছে। আর অনেক মানুষের তা না জানা থাকার সুযোগ নিয়ে ক্রমাগত দুর্নীতি করে চলেছেন কিছু রেশন ডিলার। যার ফলে সদিচ্ছা সত্ত্বেও মুখ পুড়ছে রাজ্য সরকারের।

arrested | newsfront.co
প্রতীকী চিত্র

এই সমস্ত রেশন দুর্নীতি রুখতে এবার আরও কড়া অবস্থান নিল রাজ্য সরকার। মঙ্গলবার নবান্নে স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্যে রেশন নিয়ে দুর্নীতি করার অভিযোগে ৫০ জনকে গ্রেফতার এবং ৬৫ জনকে সাসপেন্ড করা হয়েছে। বেশ কিছু ডিলারের লাইসেন্স বাতিল করা হয়েছে।

পশ্চিমবঙ্গে ১০ কোটি মানুষের কাছে রেশন পৌঁছে দিয়েছে রাজ্য সরকার। মঙ্গলবার নবান্নে বসে এমনটাই দাবি করলেন পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। সঙ্গে তিনি জানিয়েছেন, বিধি ভাঙায় অন্তত ৪০০ জন রেশন ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। মঙ্গলবারও বীরভূম, বর্ধমান-সহ একাধিক জেলায় নির্দিষ্ট পরিমাণে রেশন সামগ্রী না পাওয়ায় বিক্ষোভ দেখান সাধারণ মানুষ।

এসবের মধ্যেই মঙ্গলবার রেশন দুর্নীতি নিয়ে আরেক দফা সাফাই দেওয়ার চেষ্টা করল রাজ্য প্রশাসন।স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমরা ১০ কোটি মানুষকে রেশন দিয়েছি। যাদের রেশন কার্ড রয়েছে তাদের ছাড়াও ৬৫ লক্ষ মানুষকে কুপনের মাধ্যমে রেশন দেওয়া হয়েছে। রেশন দুর্নীতির অভিযোগে ৩৫৯ জন রেশন ডিলারকে শো-কজ করা হয়েছে। ৬৫ জনকে সাসপেন্ড করা হয়েছে। ২৫ জনকে জরিমানা ও ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ৪ দিনে ২১ জন রেশন ডিলারকে শো কজ করা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here