ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
করোনায় আক্রান্ত ভারত বায়োটেকের ৫০ জন কর্মী। ভারত বায়োটেকের যুগ্ম ম্যানেজিং ডিরেক্টর সুচিত্রা এল্লা টুইট করে জানিয়েছেন সংস্থার ৫০জন কর্মীর কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। যেখানে কোভ্যাক্সিন করোনার বিরুদ্ধে লড়াইয়ে জীবন বাঁচাচ্ছে সেখানে তাদেরই কর্মীদের টিকা দেওয়া হয়নি কেন, উঠছে প্রশ্ন।
রাজনৈতিক নেতাদের কোভ্যাক্সিন সংক্রান্ত সরবরাহের অভিযোগ প্রসঙ্গে হতাশা প্রকাশ করে শ্রীমতী এল্লা জানান, এটা খুবই দুঃখজনক যে কিছু রাজ্য এই পরিস্থিতিতে আমাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। আমাদের ৫০ জন কর্মী কোভিডে আক্রান্ত হওয়ায় তারা আপাতত কাজ থেকে বিরত রয়েছেন। তা সত্ত্বেও প্যান্ডেমিক পরিস্থিতি উপেক্ষা করে ভারত বায়োটেক প্রতিনিয়ত কাজ করে চলেছে।
Covaxin dispatched 10/5/21.18 states have been covered thou in smaller shipments. Quite disheartening to the teams to hear Some states complaining about our intentions. 50 of our employees are off work due to covid, yet we continue to work under pandemic lockdowns 24×7 for U 🇮🇳 pic.twitter.com/FmQl4vtqXC
— suchitra ella (@SuchitraElla) May 11, 2021
আরও পড়ুনঃ করোনা কোপে ১৪মে থেকে ২৩মে পর্যন্ত বন্ধ খড়গপুর আইআইটি
এছাড়া শ্রীমতী সুচিত্রা এল্লা ১৮টি রাজ্যের নাম প্রকাশ করে জানিয়েছেন, ১০ মে তাঁরা ছোট ছোট চালানের আকারে প্রত্যেকটি রাজ্যেই কোভ্যাক্সিন পাঠিয়েছে। এরপরও বেশ কয়েকটি রাজ্য সংস্থার উদ্দেশ্য নিয়ে অভিযোগ তুলছেন, আর তা অত্যন্ত হতাশাব্যঞ্জক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584