নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার ৯ নম্বর পিয়াশালা অঞ্চলের ৩৩ নম্বর উখলা বুথে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি মঙ্গল মান্ডি সহ ৫০ জন তৃণমূল কংগ্রেস ছেড়ে আনুষ্ঠানিকভাবে বিজেপি দলে যোগদান করেন। তাদের হাতে বিজেপির পতাকা তুলে দেন বিজেপির পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক রাজীব কুন্ডু ও সহ-সভাপতি মদন রুইদাস।
তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করে মঙ্গল মাণ্ডি বললেন, তৃণমূল কংগ্রেসের দুর্নীতির জন্য তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি দলে যোগদান করেছেন। সেই সঙ্গে তার অনুগামী ৫০ জন তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন। তারা আগামী দিনে বিজেপির হয়ে কাজ করবেন বলে তিনি জানান।
বিজেপি নেতা রাজীব কুন্ডু বলেন জঙ্গলমহলের বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি দলে বহু মানুষ যোগদান করছেন। যারা তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করছেন তাদের দলে যোগ্য সম্মান দেওয়া হয়েছে এবং দলের নিয়ম মেনে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ জঙ্গলের অস্থায়ী তাঁবুতে ঠাঁই পেলেন পরিযায়ী শ্রমিকরা
তিনি আরও বলেন যে আগামী দিনে আরও অনেকেই তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করবেন। তৃণমূল কংগ্রেসের নেতা ভাস্কর চক্রবর্তী বলেন, মঙ্গল মাণ্ডিকে অনেকদিন আগেই দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ওর সাথে তৃণমূল কংগ্রেসের কোন সম্পর্ক নেই এবং তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে কেউ যোগদান করেনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584