নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত কালীগ্রাম হিসেবে পরিচত গোকর্ণ। সোমবার রাতে গোকর্ণ গ্রামের বেনেপাড়াতে কালীপুজোর প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে পড়লেন প্রায় ৫০জন গ্রামবাসী। অসুস্থ অবস্থায় চিকিৎসার জন্য তাদের ভর্তি করা হয়েছে গোকর্ণ ব্লক গ্রামীণ হাসপাতালে।
সোমবার রাত থেকেই চিকিৎসা শুরু করেন কর্তব্যরত চিকিৎসকরা। ঘটনার খবর পেয়ে মঙ্গলবার সকালে গোকর্ণ ব্লক গ্রামীণ হাসপাতালে অসুস্থদের সাথে দেখা করতে যান কান্দি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি পার্থ প্রতিম সরকার।
আরও পড়ুনঃ জুয়ার আসর থেকে তিন জনকে আটক করল সাগরদিঘী থানার পুলিশ
কান্দি ব্লকের স্বাস্থ্য আধিকারিক ডাঃ উজ্জ্বল চন্দ্র জানিয়েছেন, খাদ্যে বিষক্রিয়া থেকেই এই ৫০জন অসুস্থ হয়ে পড়েছিলেন। আমরা দ্রুত চিকিৎসা শুরু করেছি এখন অনেকেই সুস্থ রয়েছেন।
কান্দি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি পার্থ প্রতিম সরকার জানান, সোমবার রাত থেকেই চিকিৎসক ও নার্সরা চিকিৎসার ব্যবস্থা করেছেন। মঙ্গলবার সকাল থেকেই গ্রামে মেডিকেল টিম গিয়ে ওষুধ ও গ্রামেকেও অসুস্থ আছেন কিনা তাও দেখছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে বলে জানান তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584