নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
মধ্যপ্রদেশে এক রেল স্টেশনে পার্কিং ফি দেওয়া নিয়ে বচসা বাধে দুই পুলিশ আধিকারিক ও পার্কিং কন্ট্রাক্টরের মধ্যে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
মধ্যপ্রদেশের রাতলাম স্টেশনের বাইরে এন্টি টেররিসম স্কোয়াডের দুই পুলিশ আধিকারিকের সঙ্গে বচসা বেঁধে যায় স্টেশনের পার্কিং কন্ট্রাক্টরের মধ্যে। তার দাবি পুলিশ আধিকারিকরা পার্কিং ফি দিতে অস্বীকার করলে বচসা বাধে। বচসা পৌঁছয় হাতাহাতিতে। পরিস্থিতি এমন দাঁড়ায় যে এক পুলিশ আধিকারিক নিজের সার্ভিস রিভলবার নিয়ে তেড়ে যান পর পার্কিং কন্ট্রাক্টরের দিকে।
জানা গিয়েছে ওই পার্কিং কন্ট্রাক্টরের নাম রবি মিনা। এর আগেও অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাঁর ওপর। ঘটনার সূত্রপাত ওই দুই পুলিশ আধিকারিক স্টেশনের বাইরে গাড়ি রেখে ভিতরে ঢোকেন, তাঁরা বাইরে বেরোলে রবি ও তার দুই সহযোগী চড়াও হয় ওই দুই পুলিশ আধিকারিকের ওপর।
আরও পড়ুনঃ দীর্ঘ ৫৬ বছর পর হলদিবাড়ি ও বাংলাদেশের চিলাহাটি রুটে চালু হল ট্রেন চলাচল
পুলিশ সূত্রে জানা গিয়েছে রবি মিনার নামে অভিযোগ ছিল স্টেশন চত্বরে জুয়া খেলার। সেই অভিযোগের তদন্ত করতেই পুলিশের একটি দল স্টেশনে যায়। তাঁরা স্টেশনের ভিতরে যান প্রথমে, যেই তাঁরা বেরিয়ে আসেন রবি ও তার দুই সঙ্গী আক্রমণ করে তাঁদের। পুলিশ অভিযোগ দায়ের করেছে রবি মিনার বিরুদ্ধে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584