মুখ্যমন্ত্রীর স্বপ্নের ‘ভোরের আলো’ প্রকল্পের জমি ঘিরে কৃষক-পুলিশ হাতাহাতি গজলডোবায়

0
89

বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ

Fight between farmers and police at gajaldoba
প্রকল্পের সরকারি বিজ্ঞপ্তি বোর্ড।নিজস্ব চিত্র

২০১৯ লোকসভা নির্বাচনের ফলাফলের পর থেকে রাজ্যর বিভিন্ন এলাকায় রাজনৈতিক অশান্তির আঁচ লেগেই রয়েছে। এবং এই বার আঁচের থেকে বাদ গেল না মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ভোরের আলো।

Fight between farmers and police at gajaldoba
হাতাহাতি।নিজস্ব চিত্র

মঙ্গলবার গজলডোবায় মিলনপল্লি এলাকায় সরকারি ফলক উপড়ে ফেলাকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠল গোটা এলাকা। তবে পুলিশ গিয়ে বাধা দিলে। এরপরেই বাধে পুলিশ ও কৃষকদের মধ্যে হাতাহাতি।

কৃষকদের অভিযোগ তাদের বিকল্প রুজি নিয়ে কোনও আলোচনার আগেই এদিন সরকারি কর্মীরা পুলিশ নিয়ে গিয়ে ওই এলাকার দখল নেওয়ার চেষ্টা করছে।এরপর ঘটনাস্থলে পুলিশ পৌছাতেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠে।প্রথমে পুলিসের সঙ্গে বাধে বচসা।পরে শুরু হয় ধস্তাধস্তি।বিক্ষোভের মধ্যে থেকেই উঠতে থাকে ‘জয় শ্রী রাম’ স্লোগান।সাইনবোর্ড ভেঙে বিক্ষোভ দেখান কৃষকরা।এখনও পর্যন্ত ওই এলাকা থমথমে।

আরও পড়ুনঃ ফের পুলিশের তোলাবাজির অভিযোগ দুর্গাপুরে,আক্রান্ত যুবক

Fight between farmers and police at gajaldoba
বচসা।নিজস্ব চিত্র

কৃষকদের একটাই দাবী যে, জীবন দিতে হলে জীবন দিতে রাজি কিন্তু কিছুতেই জমি ছাড়বো না।ওয়াকিবহাল মহল মনে করছেন যে কৃষকদের পিছন থেকে মদত দিচ্ছে বিজেপির কিষান মোর্চা নেতা কর্মীরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here