বাঘের সাথে বাঘের লড়াই! হুঙ্কারে কাঁপল জঙ্গল

0
77

মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ

বিচিত্র এই দেশে কুকুরের সাথে কুকুরের লড়াই, মুরগির সাথে মুরগির লড়াই আমরা সকলেই দেখেছি। আর মানুষের সাথে মানুষের লড়াই হামেশাই দেখে থাকি আমরা। কিন্তু বাঘের সাথে বাঘের লড়াই দেখেছেন কখনো? সম্প্রতি এরকমই বাঘের লড়াইয়ের একটি ভিডিও দেখে হতবাক হয়েছে নেটিজেনরা।

tiger fights | newsfront.co
ছবিঃ প্রবীন কাসওয়ানের টুইটার ভিডিও থেকে

প্রবীন কাসওয়ান নামে ভারতীয় বনদপ্তরের এক অফিসার টুইটারে দুই বাঘের হাড্ডাহাড্ডি লড়াইয়ের ভিডিও শেয়ার করেছেন। টুইটারে তিনি জানান, ১৯৭৩ সালে ভারতে একটি ব্যাঘ্র প্রকল্প শুরু হয়েছিল। এই এপ্রিলে মাসেই প্রকল্প ৪৭ বছর পূর্ণ করল।

দুই বাঘের হাড্ডাহাড্ডি লড়াইয়ের ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, “পুরোপুরি বড় হওয়া দুটি বাঘের মধ্যে লড়াই। হেডফোন দিয়ে শুনুন। মারাত্মক গর্জনে কাঁপছে বন। ভারতের ব্যাঘ্র প্রকল্প পূর্ণ করল ৪৭ বছর।”

ভিডিওটিতে দেখা যাচ্ছে দুটি বাঘ গর্জন করতে করতে একে অপরের দিকে এগিয়ে যাচ্ছে। নিজেদের মধ্যেই লড়াই করে আঁচড়ে ক্ষতবিক্ষত করছে একে অপরকে। আর বেশ কিছুটা দূরে দাঁড়িয়ে পর্যটকরা তাদের সেই লড়াই দেখছেন। বাঘের এহেন লড়াই দেখে রীতিমতো ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে নেটবিশ্ব।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here