বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ
বুধবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কর্মী ও পড়ুয়াদের মধ্যে বচসা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল।এর পরেই দুই পক্ষই বিক্ষোভ দেখান।
জানা গিয়েছে যে,জাতি বিদ্বেষের অভিযোগ তুলে বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে একটি স্মারকলিপি দিতে যান বাংলা বিভাগের পড়ুয়ারা।তবে কতজন স্মারকলিপি দিতে যাবেন তা নিয়ে পড়ুয়াদের মধ্যে বচসা বাধে।উপাচার্যের কাছে চারজন পড়ুয়াকে অনুমতি দেওয়া হয়।কিন্তু সে কথা না শুনে পড়ুয়ারা সবাই একসঙ্গে উপাচার্যের ঘরে ঢুকতে যান।সেই সময় বাধা দিতে গেলে নিরাপত্তার দায়িত্বে থাকা গোপাল সন্ন্যাসীকে পড়ুয়ারা মারধর করেন বলে অভিযোগ।
আরও পড়ুনঃ কোচবিহারে পড়াতে চেয়ে আন্দোলনে শিক্ষকরা
এমনকি উপাচার্যের সহকারী ড.বিশ্বজিৎ চট্টোপাধ্যায়কেও মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে।এই ঘটনাটি জানতে পেরে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মীরা ছুটে আসে।পড়ুয়াদের আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন।তার পাশাপাশি দোষী পড়ুয়াদের শাস্তির দাবি জানান তাঁরা।এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মাটিগাড়া থানার পুলিশ।
পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। অন্যদিকে অসুস্থ হয়ে পড়েন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সুবীরেশ ভট্টাচার্য।অপরদিকে পড়ুয়াদের অভিযোগ যে পুলিশের সামনেই পড়ুয়াদের মারধর করেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কর্মীরা। অবশেষে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584