টক্কর সমানে সমানেঃ ইংল্যান্ডের স্কোর টপকালো ভারত

0
77

স্পোর্টস ডেস্কঃ-

চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনে ইংল্যান্ডের ২৪৬ রানের জবাবে ভারত পূজারার শতরানের উপর ভর করে প্রথম ইনিংসে ২৭৩ রান তুলল।  অর্থাৎ লিড প্রথম ইনিংসে লিড ২৭ রানের।

ছবি-টুইটার

গতকাল, দিনের শেষে ভারতের রান ছিল বিনা উইকেটে ১৯। সেখান থেকে শুরু করে দ্রুত লোকেশ রাহুল (১৯) ও শিখর ধবনের (২৩) উইকেট হারায়। তারপর হাল ধরেন অধিনায়ক বিরাট কোহলি ও চেতেশ্বর পূজারা। কোহলি ৪৬ রানে আউট হওয়ার পর ভারতীয় ইনিংস ধস নামে। একে একে ফিরে যান অজিঙ্ক রাহানে (১১), ঋষভ পন্থ (০), হার্দিক পাণ্ডিয়া (৪), অশ্বিন (১), শামি (০) ও ইশান্ত শর্মা (১৪)।

ছবি-টুইটার

তবে অপরদিকে একাই ইনিংসকে টেনে নিয়ে যান পূজারা। ইশান্ত ও বুমরাহকে সঙ্গে নিয়ে ইংল্যান্ডের স্কোরকে টপকে যেতে মূখ্য ভূমিকা পালন করেন তিনি। নবম ও দশম উইকেটে যথাক্রমে ৩২ ও ৪৬ রান যোগ করে ভারত।২৭৩ রানে ইনিংস শেষ হলে ১৩২ রানে অপরাজিত থাকেন তিনি।ইংল্যান্ডের হয়ে অসাধারণ বোলিং করে মইন আলি ৫ উইকেট নেন।

দিনের শেষে কোনো উইকেট না হারিয়ে ৬ রান সংগ্ৰহ করে ইংল্যান্ড।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here