স্পোর্টস ডেস্কঃ-
চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনে ইংল্যান্ডের ২৪৬ রানের জবাবে ভারত পূজারার শতরানের উপর ভর করে প্রথম ইনিংসে ২৭৩ রান তুলল। অর্থাৎ লিড প্রথম ইনিংসে লিড ২৭ রানের।
গতকাল, দিনের শেষে ভারতের রান ছিল বিনা উইকেটে ১৯। সেখান থেকে শুরু করে দ্রুত লোকেশ রাহুল (১৯) ও শিখর ধবনের (২৩) উইকেট হারায়। তারপর হাল ধরেন অধিনায়ক বিরাট কোহলি ও চেতেশ্বর পূজারা। কোহলি ৪৬ রানে আউট হওয়ার পর ভারতীয় ইনিংস ধস নামে। একে একে ফিরে যান অজিঙ্ক রাহানে (১১), ঋষভ পন্থ (০), হার্দিক পাণ্ডিয়া (৪), অশ্বিন (১), শামি (০) ও ইশান্ত শর্মা (১৪)।
তবে অপরদিকে একাই ইনিংসকে টেনে নিয়ে যান পূজারা। ইশান্ত ও বুমরাহকে সঙ্গে নিয়ে ইংল্যান্ডের স্কোরকে টপকে যেতে মূখ্য ভূমিকা পালন করেন তিনি। নবম ও দশম উইকেটে যথাক্রমে ৩২ ও ৪৬ রান যোগ করে ভারত।২৭৩ রানে ইনিংস শেষ হলে ১৩২ রানে অপরাজিত থাকেন তিনি।ইংল্যান্ডের হয়ে অসাধারণ বোলিং করে মইন আলি ৫ উইকেট নেন।
দিনের শেষে কোনো উইকেট না হারিয়ে ৬ রান সংগ্ৰহ করে ইংল্যান্ড।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584