পঞ্চায়েতের অভ্যন্তরেই মারামারির অভিযোগ

0
72

সুদীপ পাল,বর্ধমানঃ

fights inside the panchayet
তালা ঝোলানো দলীয় কার্যালয়।নিজস্ব চিত্র

বর্তমান শাসক দলের একাংশের বিরুদ্ধে বারবার অভিযোগ উঠছে যে দলের মধ্যে কোনরকম সংহতি তারা রাখতে পারছেন না। দলীয় এই কোন কোন্দল মাত্রা ছাড়া অবস্থায় পৌঁছাচ্ছে গলসি ১ ব্লকের পোতনা-পুরসা গ্রামে। এই পঞ্চায়েতের রামপুর গ্রামে এমনই এক দলীয় কোন্দলের নজিরবিহীন ঘটনার সাক্ষী হয়ে থাকল।কয়েক মাস আগে দলের কার্যালয়ে তালা ঝোলানোর অভিযোগ উঠেছিল তৃণমূলের একাংশের বিরুদ্ধে।ব্লক সভাপতি জাকির হোসেন এবং ব্লক যুব সভাপতি পার্থ মন্ডলের অনুগামীদের মধ্যে গণ্ডগোলের জেরে স্বাভাবিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়ে উঠেছিল এই গ্রামে।জানা যায়, সেই ঘটনার পর ফের নতুন করে সহায়ক মূল্যে ধান কেনার টোকেন বিলিকে কেন্দ্র করে পঞ্চায়েতের সদস্যদের নিয়ে বৈঠক করার কথা ছিল প্রধান বিলকিস বেগমের। কিন্তু বৈঠক শুরু হবার আগেই রাজু ঘোষ এবং আরও কয়েকজন যুবক জাকির হোসেনের অনুগামী পঞ্চায়েত সদস্য জয়দেব ঘোষকে মারধর করে।ব্লক সভাপতির বক্তব্য, বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।যদিও ব্লকের যুব সভাপতি বলছেন,তিনি জানেন না কী হয়েছে।গলসি ১ বিডিও বিনয় মন্ডল বলেন,বিষয়টি খতিয়ে দেখে পুলিশকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

আরও পড়ুন: পুলিশের সাথে বচসার জেরে থানাতেই আত্মহত্যার চেষ্টা

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here