শুভম বন্দ্যোপাধ্যায়,কলকাতাঃ
দীপাবলির উজ্জ্বল আলোকের মধ্যেও বঙ্গবাসীর মনে অন্ধকার নামিয়ে রবিবার দুপুর ১২:১৫ নাগাদ চিরতরে বিদায় নিয়েছেন প্রবাদপ্রতিম বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। এই উজ্জ্বল নক্ষত্রের জীবন অবসানের পর তার অগণিত ভক্ত অনুরাগীরা যে ভিড় জমাবেন, এটাই স্বাভাবিক।
তাই বেলভিউ হাসপাতাল থেকে সৌমিত্র চট্টোপাধ্যায়ের মরদেহ কোন পথে কোন কোন জায়গায় নিয়ে যাওয়া হবে এবং কিভাবে শেষ পর্যন্ত গান স্যালুটের মাধ্যমে তাকে চির বিদায় জানানো হবে, তার পুরো পরিকল্পনা ঘোষণা করল রাজ্য প্রশাসন।
আরও পড়ুনঃ সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবনাবসানে মুখ্যমন্ত্রীর শোকবার্তা
এদিন দুপুর ২ টোর সময় বেলভিউ থেকে গল্ফগ্রিনের বাড়িতে নিয়ে যাওয়া হয় সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃতদেহ। দুপুর ২:৩০ নাগাদ বাড়িতে তাঁকে শেষ সম্মান জানাবেন স্ত্রী এবং পরিবারের অন্য সদস্যরা।এরপর বাড়ি থেকে মৃতদেহ যাবে টেকনিশিয়ান স্টুডিয়তে ৩ টের সময়। এরপর মৃতদেহ রবীন্দ্রসদনে যাবে ৩.৩০ এ।
আরও পড়ুনঃ প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়
সেখানে মৃত দেহ শায়িত থাকবে ২ ঘন্টা। তাঁকে শেষশ্রদ্ধা জানাবেন সাধারণ মানুষ। সামাজিক দূরত্ব বজায় রেখেই তাঁকে শেষশ্রদ্ধা জানানো হবে। রবীন্দ্রসদন থেকে বিকেল ৫.৩০ এ মৃতদেহ কেওড়াতলা মহাশ্মশানের উদ্দেশ্যে যাত্রা করবে।
তারপর সন্ধ্যা ৬ টা নাগাদ কেওড়াতলা মহাশ্মশানে তাকে নিয়ে আসা হবে। সেখানেই সমস্ত নিয়ম কানুন মেনে ৬:১৫ থেকে ৬:৩০ মধ্যে গান স্যালুটের মাধ্যমে তাঁকে চির বিদায় জানানো হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584