আনিসুর রহমান, নিউজফ্রন্ট:-
অবশেষে মাদ্রাসা সার্ভিস কমিশন সংক্রান্ত মামলার ফাইনাল শুনানি শুরু হল আজ সুপ্রীমকোর্টের বিচারপতি অরুণ মিশ্রের ডিভিশন বেঞ্চে।
আজ শুনানি শুরু হয় বিকেল সাড়ে তিনটে নাগাদ।প্রায় ঘন্টা খানিক শুনানিতে সরকারি উকিলের মাধ্যমে সরকারের অভিমত নেওয়ার পর বিচারপতি আবার আগামীকাল শুনবেন বলে জানান।
উল্লেখ্য,মেদিনীপুরের কাঁথি রহমানিয়া হাই মাদ্রাসার ম্যানেজিং কমিটি সহ তিনটি মাদ্রাসার ম্যানেজিং কমিটির করা কেসের পরিপ্রেক্ষিতে ক্যালকাটা হাইকোর্ট মাদ্রাসা সার্ভিস কমিশনকে অবৈধ ঘোষণা করে। মহম্মদ রফিকের হয়ে বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম নামক এক অরাজনৈতিক শিক্ষক সংগঠন এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিমকোর্টে আবেদন করে যার জেরে সুপ্রিমকোর্ট স্থগিতাদেশ দেয় হাইকোর্টের রায়ের উপর।আজ সেই মামলার শুনানি ছিল ।
ইতিমধ্যে আবার দেড় শতাধিক মাদ্রাসার ম্যানেজিং কমিটি শিক্ষকের অভাবে রাজ্যের মাদ্রাসাগুলোর পঠনপাঠনের দুর্দশার চিত্র তুলে ধরে কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগ চেয়ে সুপ্রীমকোর্টে আবেদন করেছে।
এদিকে মাদ্রাসা নিয়ে রাজ্য রাজনীতিও সরগরম।সিপিএম সাংসদ মঃ সেলিম জানান “তৃনমুল সরকার মাদ্রাসায় নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে পিছন দরজা দিয়ে মাদ্রাসাগুলোকে তুলে দেওয়ার চেষ্টা করছে। সার্ভিস কমিশনের দাবীতে বেঙ্গল মাদ্রাসা এডুকেশন আন্দোলনকে পূর্ণ সমর্থন করছি।”
এখন আদালত কি রায় দেয় সেদিকেই তাকিয়ে পঞ্চায়েত ভোটের মুখে পশ্চিমবঙ্গবাসী, বিশেষ করে সংখ্যালঘু সমাজ।কারণ সংখ্যালঘু ভোট এ রাজ্যে এক বিশাল ফ্যাক্টর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584