আনিসুর রহমান, কোলকাতাঃ-
দীর্ঘদিন পর প্রকাশিত হল মাদ্রাসা সার্ভিস কমিশনের ষষ্ঠ SLST পরীক্ষার চূড়ান্ত ফলাফল। ২০১৪ সালের অক্টোবরে লিখিত পরীক্ষা হওয়া ফাইনাল প্যানেল (বিষয় ভিত্তিকএবং টেট) প্রকাশিত হল মাদ্রাসা সার্ভিস কমিশনের নিজস্ব ওয়েবসাইট www.wbmsc.com-এ। ফলাফল রাত্রি আটটায় ওয়েবসাইটে দেওয়ার কথা থাকলেও সাতটার আগে থেকেই প্রার্থীরা রেজাল্ট জানার সুযোগ পায়।
বর্তমানে শূন্য পদ প্রায় আট হাজার, বিজ্ঞপ্তি হয়েছিল ৩১৮৩ জন নিয়োগের, ইন্টারভিউয়ে ডাক পেয়েছিলেন ৩৭০৬ জন, কিন্তু চূড়ান্ত তালিকায় স্হান পেলেন ২৫৭০ জন হবু শিক্ষক। তার মানে অঙ্কের হিসাবে বাদ পড়লেন প্রায় ১২০০ জন এবং বিশেষ উল্লেখ্য, সিট কমল ৬১৩ টি। অনেকেই আবার অনার্স পিজি ও টেট দুটোতেই স্হান পেয়েছেন। অর্থাৎ চাকুরী পাবেন এমন প্রার্থীর সংখ্যা ২৫৭০-এরও অনেক কম।
তাই প্রশ্ন উঠছে, যেখানে শিক্ষক শূন্যতায় ভুগছে রাজ্যের মাদ্রাসাগুলো সেখানে আইনি সুযোগ থাকা স্বত্ত্বেও শূন্য পদের কমে নিয়োগের যৌক্তিকতা কোথায়? যদিও আরবি বিষয়ের চূড়ান্ত ফলাফল ঘোষণা হয়নি এখনো।
এবিষয়ে মাদ্রাসা সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ফোন অফ পাওয়া যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584