UP Election2022: আজ উত্তরপ্রদেশে চলছে শেষ দফার ভোট

0
49

শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ

আজ সোমবার সন্ধ্যা ছয়টায় উত্তরপ্রদেশে শেষ দফার ভোট পর্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হতে চলেছে সরকার গঠনের জল্পনা। ভোট গ্রহণ শেষ হলেই শুরু হবে বেসরকারি টেলিভিশন চ্যানেলে বুথফেরত সমীক্ষা বা জরিপের ফল। পাঁচ রাজ্যে সরকার গঠনের সম্ভাবনা কাদের কতটা উজ্জ্বল, তার একটা ইঙ্গিত ওই সমীক্ষা থেকে জানা যাবে। শেষ পর্বে ভোট হবে উত্তর প্রদেশের পূর্বাঞ্চলে, মোট ৫৪ কেন্দ্রে। হিন্দুত্বের জোয়ার জাতপাতের সমীকরণ ছাপিয়ে ওই আসনগুলোর মধ্যে গতবার বিজেপি জিতেছিল, ৩৬ কেন্দ্রে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লোকসভা কেন্দ্র বারানসির আওতায় যে ৮টি আসন পড়ে, প্রতিটিই গিয়েছিল বিজেপির বাক্সে। এবারও তা হবে কি না, আজ তা বোঝা যাবে। প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচার চালিয়েছেন শেষ দিন পর্যন্ত।

Election | newsfront.co
প্রতীকী চিত্র

রাজ্যে এবার তাঁর প্রবল প্রতিপক্ষ হিসেবে উঠে এসেছে সমাজবাদী পার্টি (এসপি)। বিজেপির জোটসঙ্গীদের কেউ কেউ এবারের ভোটে তাদের শিবিরে হাজির। জাতপাতের যে বিন্যাস ২০১৪ থেকে বিজেপিকে চিন্তামুক্ত রেখেছে, সেই বিন্যাসকে হাতিয়ার করে এসপি প্রধান অখিলেশ যাদব এবার শাসক দলকে ছুড়েছেন পাল্টা চ্যালেঞ্জ। বিপদ যতটা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের, ততটাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। উত্তর প্রদেশের ফল খারাপ হওয়ার অর্থ প্রধানমন্ত্রীর শিরে সংক্রান্তি ঘনিয়ে আসা। আজ ভোট হবে আজমগড় ও বিন্ধাঞ্চলে, যেখানে এসপি বরাবর শক্তিশালী। গতবার পর্যন্ত বিজেপির দোসর থাকা সুহেলদেবের সমাজ পার্টি এবার এসপির সঙ্গে হাত মিলিয়েছে। ভেঙেছে বিজেপির অন্য শরিক আপনা দলও। অনগ্রসরদের সংগঠন মহান পার্টিও গাঁটছড়া বেঁধেছে অখিলেশের সঙ্গে। ছয় দফা ভোটের হার অন্যবারের তুলনায় কম। এর অর্থ কী, সে নিয়ে কোনো মহলই নিশ্চিত নয়। জনপ্রিয় ধারণা, অন্যবারের মতো এবারের ভোটে হিন্দুত্ববাদী জোয়ার দেখা যায়নি। ভোট হয়েছে জাতনির্ভর। সেটা শাসকের পক্ষে না বিপক্ষে যাবে, কেউ নিশ্চিত নয়।

আরও পড়ুনঃ ছাপ্পা, বহিরাগত, চড়, হাতাহাতি মিলিয়ে IMA কলকাতা শাখার ভোটে অবশেষে জয়ী নির্মল মাজি

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারানসি গিয়ে অখিলেশের পক্ষে ভোট চেয়ে এসেছেন। পূর্বাঞ্চলের ব্রাহ্মণকুল মুখ্যমন্ত্রীর ক্ষত্রিয়বাদে তিক্তবিরক্ত। অখুশি সেই ব্রাহ্মণ নেতাদের কাছে টেনে অখিলেশ যাদব এবার প্রার্থী করেছেন। দলকে শুধু মুসলমান ও যাদবদের মধ্যে সীমাবদ্ধ না রেখে এসপি প্রধান তার ব্যাপ্তি ঘটিয়েছেন অন্য অনগ্রসর ও ব্রাহ্মণদের কাছে টেনে। ভোট পর্বের এই শেষ বেলায় এসপিতে যোগ দিয়েছেন বিজেপির ব্রাহ্মণ সাংসদ রীতা বহুগুণা যোশির পুত্র মায়াঙ্ক যোশি। সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের পর রাজ্যের এই পদস্থ আমলার এসপিতে যোগদান যথেষ্ট অর্থবহ। সপ্তম পর্বেও তাই উত্তেজনার খই ফুটছে।

আরও পড়ুনঃ ইউক্রেন ইস্যুতে পুতিনের সাথে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনেট

বুথফেরত সমীক্ষার ফল প্রচারিত হবে আজ সন্ধ্যা ছয়টায়, ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই। জরিপ সব সময় মেলে না। কিন্তু তবু এবারের এই পাঁচ রাজ্যের ভোটের ফল কী হতে চলেছে, তার কিছুটা আন্দাজ জরিপ থেকে মিলবে। উত্তর প্রদেশ, উত্তরাখন্ড, পাঞ্জাব, গোয়া ও মণিপুরের ভোট গণনা ১০ মার্চ। গত শনিবার প্রচারপর্ব শেষ হতেই বিজেপির সভাপতি জে পি নাড্ডা ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, উত্তর প্রদেশ, উত্তরাখন্ড, গোয়া ও মণিপুরের ক্ষমতা তাঁদের হাতেই থাকবে। পাঞ্জাব দখল করতে পারবেন না, তবে শক্তি বাড়াবেন বহুগুণ। উত্তর প্রদেশে বিজেপি কত আসন পাবে, তা অবশ্য তাঁরা বলেননি। যদিও রাজ্যে বিজেপির স্লোগান, এবারও তিনশ পার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here