অবশেষে পরীক্ষা নেবে বর্ধমান বিশ্ববিদ্যালয়

0
92

সুদীপ পাল,বর্ধমানঃ

Finally Burdwan University will take a test
পরীক্ষার বিজ্ঞপ্তি।নিজস্ব চিত্র

শেষমেশ বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিএডের ফার্স্ট ও থার্ড সেমেস্টারের পরীক্ষার দিনক্ষণ চূড়ান্ত করল। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১৫মার্চ থেকে ফার্স্ট সেমেস্টারের পরীক্ষা এবং আগামী ১৬মার্চ থেকে তৃতীয় সেমেস্টারের পরীক্ষা শুরু হবে। কিন্তু কি কারনে এত দেরি হল? সে বিষয়ে জানা যাচ্ছে, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ১৪৮টি সেল্ফ ফিনান্সিং বিএড কলেজের ম্যানেজমেন্ট কোটা ইস্যুতে এই গণ্ডগোল বাধে কলেজের সাথে বিশ্ববিদ্যালয়ের।

আরও পড়ুন: ইন্টারন্যালের নম্বর ছাড়া ফল প্রকাশ বর্ধমান বিশ্ববিদ্যালয়ে

যেখানে মাত্র দশ শতাংশ কলেজগুলি মানেজমেন্ট কোটায় ভর্তি করার কথা তা না মেনে যেভাবে খুশি সেভাবে ভর্তি করা হয়েছিল। সেন্ট্রাল কাউন্সেলিংয়ের মাধ্যমে উপযুক্ত সংখ্যক পড়ুয়া পাওয়া যায় না তাই কলেজ ম্যানেজমেন্ট এইভাবে ছাত্র ভর্তি করেছে। এরপরেই বিশ্ববিদ্যালয়ের সাথে কলেজগুলির শুরু হয় মুখোমুখি সংঘাত। এই রকম পরিস্থিতিতে কবে পরীক্ষা হবে সেই নিয়ে কোন নিশ্চয়তা ছিল না। অথচ ফার্স্ট সেমেস্টারের পরীক্ষা ডিসেম্বর মাসের মধ্যেই শেষ হওয়ার কথা। জানুয়ারি মাস থেকে ওই ব্যাচের সেকেন্ড সেমেস্টার চালু হওয়ার কথা।

ফার্স্ট সেমেস্টারের সঙ্গেই তৃতীয় সেমেস্টারের পরীক্ষা হয়। ফার্স্ট সেমেস্টারের পরীক্ষা পিছিয়ে যাওয়ায় থার্ড সেমেস্টার পরীক্ষাও পিছিয়ে গিয়েছে। তবে শেষমেশ বিশ্ববিদ্যালয় যে বিজ্ঞপ্তি জারি করেছে, তাতে স্বস্তি মিলেছে কলেজ কর্তৃপক্ষ থেকে পড়ুয়া সবার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here