শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
সংসদের শীতকালীন অধিবেশনে পেশ হওয়ার কথা ক্রিপ্টোকারেন্সি বিল। তবে ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল মুদ্রা সম্পর্কে সরকারের অবস্থান এখনো স্পষ্ট নয়। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এর মাঝে এক অনুষ্ঠানে জানিয়েছেন যে, ক্রিপ্টোকারেন্সি বিল নিয়ে সাধারণ মানুষের মধ্যে বহু বিভ্রান্তি ছড়িয়েছে।
অর্থমন্ত্রী বলেন, ক্রিপ্টোকারেন্সির ঝুঁকির দিকগুলি নিয়ে মানুষকে সতর্ক করার চেষ্টা চালাচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। প্রয়োজনে আরো সচেতনতামূলক কর্মসূচী নেওয়া হবে। তিনি আরো বলেন যে, সংশ্লিষ্ট সব মহলের সঙ্গে বিস্তারিত আলোচনার পরেই সংসদে পেশ করা হবে ক্রিপ্টোকারেন্সি বিল।
সাধারণ মুদ্রার মতো লেনদেনের মাধ্যম হিসেবে তো একেবারেই নয় এমনকি বৈদেশিক আর্থিক লেনদেনের মাধ্যম হিসেবেও স্বীকৃতি দেওয়া হবে না ক্রিপ্টোকারেন্সিকে, বিভিন্ন সূত্রের থেকে পাওয়া খবর থেকে এমনই জানাচ্ছে জাতীয় স্তরের বেশ কিছু সংবাদমাধ্যম।
আরও পড়ুনঃ ব্যাঙ্ক বেসরকারিকরণের বিরুদ্ধে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি কৃষক নেতা রাকেশ টিকায়েতের
তবে রিজ়ার্ভ ব্যাঙ্ক যাতে সরকারি ডিজিটাল মুদ্রা চালু করতে পারে সেজন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরির প্রস্তাব থাকতে পারে ক্রিপ্টোকারেন্সি বিলে এমনটাই জানা গিয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক প্রণীত ডিজিটাল মুদ্রা ছাড়া অন্যান্য সমস্ত ক্রিপ্টোকারেন্সির উপরে নজরদারির দায়িত্ব সম্ভবত থাকবে বাজার নিয়ন্ত্রক সেবির হাতে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584