ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
আয়কর জমার জন্য নতুন ই-ফাইলিং পোর্টালে বড়সড় ত্রুটি, ঠিক হয়নি গত আড়াই মাসে। ইনফোসিস কর্তা সলিল পারেখকে সমন কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের। আগামী ২৩ অগাস্ট , সোমবার অর্থমন্ত্রী নির্মলা সিতারমনের প্রশ্নের সম্মুখীন হতে হবে। অর্থমন্ত্রীর প্রশ্ন, “লঞ্চ হওয়ার শুরু থেকে ই-ফাইলিং পোর্টালের ত্রুটি কেন আড়াই মাসেও ঠিক করা গেল না?” আয়কর দপ্তরের আবার বক্তব্য গত ২১ অগাস্ট থেকে সম্পূর্ণ পোর্টালটিই পাওয়া যাচ্ছে না।

গত জুন মাসে আয়কর জমার নতুন পোর্টাল লঞ্চ হওয়ার পর থেকেই সেটি কাজ করেনা ঠিকমতো। অর্থ মন্ত্রকের তরফে একাধিকবার অভিযোগ করা সত্বেও সমস্যার সমাধানে বিন্দুমাত্র উদ্যোগী হতে দেখা যায়নি ইনফোসিসকে।
রাজস্ব সচিব তরুণ বাজাজ প্রতি সপ্তাহে নিরপেক্ষভাবে পোর্টালের ত্রুটি ঠিক করার বিষয়টি পর্যবেক্ষণ করছিলেন, কাজ হয়নি তাতেও এমনটাই অভিযোগ তুলেছেন অর্থমন্ত্রী নির্মলা সিতারামন। ২২ অগাস্ট অর্থ মন্ত্রকের শেষ বিবৃতি অনুযায়ী পোর্টালের পরিস্থিতি উন্নতি হওয়ার পরিবর্তে চরম অবনতি হয়েছে। গত ২১ অগাস্ট থেকে ই-ফাইলিং পোর্টালটি খোলাই যাচ্ছে না।
আরও পড়ুনঃ তামিলনাডুতে ১ সেপ্টেম্বর থেকে খুলছে স্কুল, রোটেশন ভিত্তিতে চলবে ক্লাস
এই পরিস্থিতিতে ২৩ অগাস্ট ইনফোসিসের সিইও সলিল পারেখ অর্থ মন্ত্রীকে এ বিষয়ে কি ব্যাখ্যা দেন সেদিকেই এখন তাকিয়ে আয়কর দপ্তর থেকে আয়কর দাতা সকলেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584