৩০৫০ কোটি টাকার জরিমানা ভোডাফোন এয়ারটেল আইডিয়ার

0
93

নাজমুল আলম,টেকডেস্কঃ

ছবিঃ প্রতিবেদক

টেলিকম সংস্থা জিও সঙ্গে প্রতিযোগিতায় ক্রমশ পিছিয়ে পড়ছে এয়ারটেল ভোডাফোন ও আইডিয়ার মত টেলিকম সংস্থাগুলি। প্রতিযোগিতায় টিকে থাকার জন্য টেলিকম সংস্থাগুলি জিওর মতোই বিভিন্ন প্ল্যান বাজারে নিয়ে এসে গ্রাহক ধরে রাখতে চাইছে।

ঠিক এই সময়ে এক মোক্ষম ধাক্কা দিল ট্রায়।ভোদাফোন এয়ারটেল ও আইডিয়াকে ৩০৫০ কোটি টাকা জরিমানা করল। “পয়েন্ট অফ ইন্টার কানেকশন” অস্বীকার করার জন্য এই জরিমানা ধার্য করা হয়েছে।

ছবিঃ প্রতিবেদক

২০১৬ সালে জিও গ্রাহকদের ৭৫ পার্সেন্ট কল ড্রপ হত ,ওই অভিযুক্ত কম্পানি গুলির পয়েন্ট অফ ইন্টারকানেক্ট অস্বীকার করার জন্য।

আরও পড়ুনঃ তথ্য গোপনীয়তা ভঙ্গের দায়ে জরিমানার মুখে ফেসবুক

সেই সময়ে জিও এই অভিযোগ তুলে ট্রাই এর দ্বারস্থ হয়।অভিযোগটি নিষ্পত্তি হয়েছে গত মাসে,তাদের বলা হয়েছে জরিমানা স্বরুপ ভোদাফোন আইডিয়া ও এয়ারটেল কে মোট তিন হাজার পঞ্চাশ কোটি টাকা জরিমানা দিতে হবে।

এয়ারটেল ও ভোডাফোন কে ১০৫০ করে ও আইডিয়াকে ৯৫০ কোটি টাকা দিতে হবে।ট্রাই এর এই সিদ্ধান্তে কোম্পানি গুলি হতাশ হয়ে পড়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here