শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
সদ্য বিজেপি’র সর্বভারতীয় যুগ্ম-সম্পাদক পদে দায়িত্ব পাওয়ার পরেই বারুইপুরে দলীয় একটি কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন বিজেপি নেতা অনুপম হাজরা। সেখানে সর্মথকরা সহ অনুপম হাজরার মুখেও মাস্ক না থাকায় সাংবাদিকরা তাঁর কাছে প্রশ্ন করতেই তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রীও মাস্ক ব্যবহার করছেন না।
আমি ঠিক করে নিয়েছি, আমার যদি করোনা হয়, তা হলে সোজা মুখ্যমন্ত্রীকে গিয়ে জড়িয়ে ধরব।‘ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জেরে শিলিগুড়ি কমিশনারেটে এফআইআর দায়ের করা হল অনুপম হাজরার বিরুদ্ধে। এফআইআর দায়ের করেছে রাজ্যের তৃণমূল উদ্বাস্তু সেল।
আরও পড়ুনঃ বারবার আমফান ক্ষতিপূরণের রিপোর্ট চেয়েও না পাওয়ায় অসন্তুষ্ট হাইকোর্ট
উল্লেখযোগ্য বিষয় হল, বড় দায়িত্ব পেয়েই যে এরকম মন্তব্য করা অনুপম হাজরার ঠিক হয়নি, তা পক্ষান্তরে স্পষ্ট করে দিয়েছেন কেন্দ্রীয় সহ-সভাপতি মুকুল রায়ও। সোমবার সল্টলেকে বিজেপি দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে দেখা করে সংবর্ধনা গ্রহণ করেন মুকুল রায়। সেখানে প্রত্যাশিত ভাবেই অনুপম হাজরার মন্তব্য নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘যাঁরা দায়িত্বপূর্ণ লোক, তাঁদের কোনও মন্তব্য করার আগে সতর্ক থাকা উচিত।’
আরও পড়ুনঃ একবালপুরে ভর দুপুরে বউদিকে খুন দেওরের, থানায় আত্মসমর্পণ
এদিকে তৃণমূলের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে অত্যন্ত কুরুচিকর মন্তব্য করেছেন ওই বিজেপি নেতা। তাই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আইনের দ্বারস্থ হয়েছে তৃণমূল। রাজ্যের প্রশাসনিক প্রধানের বিরুদ্ধে এমন কুরুচিকর মন্তব্য করার জন্য অবিলম্বে গ্রেফতার করা হোক ওই বিজেপি নেতাকে।অবিলম্বে ওই বিজেপি নেতার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নিলে আগামী দিনে আরও বড় আন্দোলন হবে বলে জানিয়েছে তৃণমূল উদ্বাস্তু সেল।
এদিকে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে শুনেও দমে যাননি অনুপম হাজরা। সোমবার তিনি এ নিয়ে বলেন, “যদি আমার বিরুদ্ধে এফআইআর হয়, তবে মমতা বন্দ্যোপাধ্যায় যতগুলো লাশ কেরোসিন দিয়ে পুড়িয়েছে, ততগুলো এফআইআর তাঁর বিরুদ্ধে হবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584