করোনিল বিতর্কে রামদেব-বালকৃষ্ণদের বিরুদ্ধে রাজস্থানে প্রতারণার অভিযোগ

0
57

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:

করোনিল বিতর্কে যোগগুরু বাবা রামদেবের বিরুদ্ধে দায়ের করা হল অভিযোগ। শুধু তাই নয় পতঞ্জলি আয়ুর্বেদের সিইও আচার্য বালকৃষ্ণ, চেয়ারম্যান বালবির সিং তোমর, ডিরেক্টর অনুরাগ তোমর ও অনুরাগ ভার্সানির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০ ও অন্যান্য ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।

শুক্রবার রাজস্থানের রাজধানী জয়পুরের জ্যোতিনগর থানায় আইনজীবী বলবীর জাখরের দায়ের করা এফআইআর অনুসারে মানুষকে ভুল পথে পরিচালনা করার অভিযোগে মামলা দায়ের করা হয় বলে জানান দক্ষিণ জয়পুরের ডেপুটি পুলিশ কমিশনার অবনীশ পরশার।

আইনজীবী বলবীর জাখর মন্তব্য করেন যে অভিযুক্তরা করোনা ভাইরাস ভ্যাকসিন আবিষ্কারের ভুয়ো দাবি করে মানুষকে ভুল পথে চালিত করছে। সাম্প্রতিক পতঞ্জলি আয়ুর্বেদ কর্তৃপক্ষ করোনিল নামক ওই বিতর্কিত ওষুধ বাজারে আনে। প্রচারে দাবি করা হয় এই ওষুধ মানুষকে করোনা সংক্রমণ থেকে সুস্থ করে তুলবে। পরে কেন্দ্র সরকার পরিচালিত আয়ুষ মন্ত্রক ওষুধের পুরো তথ্য সংগ্রহ করে ও করোনা ভাইরাস সারানোর ওষুধ হিসাবে তার বিজ্ঞাপনের ওপর নিষেধাজ্ঞা জারি করে।

পরে জানা যায়, করোনিলের লাইসেন্সের আবেদনে পতঞ্জলি কর্তৃপক্ষ করোনা সরানোর কথা উল্লেখই করেনি। সেখানে করোনিলকে জ্বর সর্দির ওষুধ হিসাবে দেখানো হয়েছে।(ফিচার ছবি: সংগৃহীত)

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here