প্রচারিত ফোন ট্যাপিং সংবাদের বিরুদ্ধে শচিনের মিডিয়া ম্যানেজার, সাংবাদিকের নামে এফআইআর

0
85

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

রাজস্থানে গেহলট আর শচীন পাইলটের প্রবল রাজনৈতিক টানাপোড়েন চলাকালীন শচীন শিবিরের বিধায়করা ছিলেন জয়শলমীরের একটি হোটেলে। তখন তাঁদের ফোন ট্যাপিং করা হয়েছিল এমনই অভিযোগ তোলেন রাজস্থানের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী শচিন পাইলটের মিডিয়া ম্যানেজার লোকেন্দ্র সিং এবং জয়পুরের আজতক সংবাদসংস্থার সম্পাদক শরৎ কুমার।

Sachin Pilot | newsfront.co
শচীন পাইলট

বিধায়কদের ফোন ট্যাপিং সংক্রান্ত ‘বিভ্রান্তিমূলক এবং ভুয়ো সংবাদ’ এই অভিযোগে তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে রাজস্থান পুলিশ।

৩৫ দিনের দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েনে পাইলট শিবির অভিযোগ আনে যে, গেহলট সরকারের পক্ষ থেকে বিধায়কদের ফোন ট্যাপ করা হচ্ছে। ১ অক্টোবর বিভ্রান্তিকর এবং ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে এফআইআর দায়ের করা হয় শচীন পাইলটের মিডিয়া ম্যানেজার লোকেন্দ্র সিং ও সাংবাদিক শরৎ কুমারের বিরুদ্ধে।

আরও পড়ুনঃ আইআরসিটিসি-র সাথে গাঁটছড়া বাঁধল অ্যামাজন

জয়পুর পুলিশ কমিশনারেটের পুলিশ কন্ট্রোল ডিউটি অফিসার সত্যপাল সিংহ জানান ৭ আগস্ট কনস্টেবল সুরেন্দ্র যাদব তাঁকে হোয়াটসঅ্যাপে এই ফোন ট্যাপিং এর খবরটি দেখান যা সম্পুর্ন ভুয়ো।

ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। লোকেন্দ্র সিং এবং শরৎ কুমারের বয়ান নথিভুক্ত করা হচ্ছে , পুলিশ সূত্রে জানা গেছে যে ভুয়ো খবরের উৎস সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তাঁরা কেউ কোনও যুক্তিসংগত উত্তর দিতে পারেননি।

আরও পড়ুনঃ প্রাক্তন সিবিআই কর্তার ঝুলন্ত দেহ উদ্ধার

এফআইআরে আরও বলা হয়েছে যে, তদন্তে জানা গিয়েছে লোকেন্দ্র সিং এবং রাজস্থানের আজতক-এর শরৎ কুমার এই বিভ্রান্তিকর এবং মিথ্যা খবর ছড়িয়ে দেওয়ার জন্য দায়ী।

লোকেন্দ্র সিংকে তাঁর মোবাইল এবং কম্পিউটার-সহ বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে, যার মাধ্যমে তিনি এই সংবাদ প্রচার করেছিলেন বলে অভিযোগ। জয়পুর আজতক-এর সম্পাদক শরৎ কুমার বলেন, সব নিউজ চ্যানেলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খবরটি দেখানো হয়েছে।

সেক্ষেত্রে শুধুমাত্র একটি চ্যানেলের বিরুদ্ধে অভিযোগ করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। শচীন পাইলট ঘনিষ্টরা প্রশ্ন তুলেছেন কেন এইভাবে দু’মাস পর এফআইআর দায়ের করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সে বিষয়ে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here