নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
কৃষি আইনের বিরুদ্ধে দিল্লি-পাঞ্জাব সীমান্তে কৃষক বিক্ষোভ অব্যাহত। উল্টোদিকে, পুলিশ ক্রমাগত তাঁদের সেখানে ঢুকতে বাধা দিয়ে চলেছে। কখনো বিক্ষোভকারীদের দিকে ছোঁড়া হচ্ছে কাঁদানে গ্যাস, তো কখনো জল কামান।
শুক্রবার রাতে প্রবল ঠান্ডার মধ্যেই বিক্ষোভরত কৃষকদের উপর এমনই জলকামান থেকে জল ছোঁড়া হচ্ছিল। যাতে বিক্ষোভকারী কৃষকরা দিল্লিতে প্রবেশ না করতে পারেন। সেইসময় আচমকাই বিক্ষোভকারী কৃষকদের মধ্যে থেকে এক যুবক সটান জলকামানের উপর উঠে যান।
ਖੱਟਰ ਸਰਕਾਰੇ ਜਿਹੜੇ ਪਾਣੀ ਦੀਆਂ ਬਛਾੜਾਂ ਅੱਜ ਤੁਸੀਂ ਮਾਰੀਆਂ ਇਹ ਪਾਣੀ ਸਾਡੇ ਪੰਜਾਬ ਚੋਂ ਹੀ ਆਉਂਦਾ ਜਿਸ ਦਿਨ ਭਾਖੜਾ ਨੂੰ ਠੱਲ ਪਾ ਤੀ ਫੇਰ ਪੀਣ ਨੂੰ ਵੀ ਤਰਸੇਂਗੀ।#ModiAgainstFarmers #ChaloDelhi #farmersdillichalo pic.twitter.com/Z2gyNE1nQb
— ਸਿਸਟਮ ਦਾ ਮਾਰਿਆ ਕਿਰਸਾਨ ਸਿਓਂ بالجععت طیرک (@virkbaljeet007) November 25, 2020
আরও পড়ুনঃ আশঙ্কা সত্যি করে অর্থনৈতিক ইতিহাসে প্রথমবার আর্থিক মন্দার কবলে দেশ
সেখানে গিয়ে জল ছোঁড়ার কলের মুখটি বন্ধ করে দেন। তারপর একলাফে সেখান থেকে নেমে পড়েন। এই যুবকের ‘হিরোগিরি’র সেই ভাইরাল ভিডিও এখন নেটিজেনদের হাতে হাতে।
এহেন ঘটনায় স্বভাবতই রেগে আগুন বিজেপি শাসিত হরিয়ানা পুলিশ। ফলে ওই যুবকের বিরুদ্ধে খুনের মামলা দায়ের হয়। যার সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড।
আরও পড়ুনঃ হাসপাতালে দেহ খুবলে খাচ্ছে কুকুর, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যোগীর রাজ্যে ভয়াবহ দৃশ্য
পাশাপাশি দাঙ্গা বাঁধানো এবং করোনা বিধি ভাঙ্গার অভিযোগও আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। অভিযুক্ত ওই যুবকের নাম নভদীপ সিং (২৬)। তিনি কৃষক নেতা জয় সিং-এর ছেলে। এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় রীতিমতো নায়কের মর্যাদা পাচ্ছেন নভদীপ। অন্যদিকে, কৃষকদের বিরুদ্ধে আগ্রাসী হয়ে ওঠার জন্য তীব্র সমালোচনার মুখে পড়েছে হরিয়ানা পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584