শুভেন্দু অধিকারীর দেহরক্ষীর মৃত্যুতে কাঁথি থানায় এফআইআর দায়ের স্ত্রীর

0
90

মোহনা বিশ্বাস, পূর্ব মেদিনীপুরঃ

স্বামীর মৃত্যুর ঘটনায় পূর্ব মেদিনীপুরের কাঁথি থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন স্ত্রী সূপর্ণা কাঞ্জিলাল চক্রবর্তী। ২০১৮ সালের এক ঘটনার প্রেক্ষিতে এই অভিযোগ দায়ের করা হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দেহরক্ষী ছিলেন শুভব্রত চক্রবর্তী।

Suvendu Adhikari
শুভেন্দু অধিকারী। ফাইল চিত্র

উল্লেখ্য, ২০১৮ সালের ১৪ অক্টোবর গুলি লেগে প্রাণ হারিয়েছিলেন শুভেন্দু অধিকারীর দীর্ঘদিনের দেহরক্ষী শুভব্রত চক্রবর্তী। সেই ঘটনার রহস্য উদঘাটন করতেই শুভব্রতর স্ত্রী সূপর্ণা কাঞ্জিলাল চক্রবর্তী কাঁথি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন শুক্রবার সকালে। তাঁর অভিযোগের তির যেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেই। দীর্ঘ ছয়-সাত বছর শুভেন্দু অধিকারীর দেহরক্ষীর দায়িত্বে থাকার পর কীভাবে আচমকা তিনি গুলিবিদ্ধ হলেন। কেনই বা তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করতে এত দেরি হল। এই সমস্ত প্রশ্ন তুলেছেন স্ত্রী।

কাঁথি থানায় যে এফাইআর করেছেন মৃতের স্ত্রী সুপর্ণা কাঞ্জিলাল চক্রবর্তী, সেখানে তিনি একাধিক প্রশ্ন তুলেছেন। তিনি জানিয়েছেন, এতদিন আতঙ্কে মুখ বন্ধ করে ছিলেন। পরিবর্তিত পরিস্থিতিতে এখন তাঁর মনে হয়েছে স্বামীর মৃত্যুর বিচার পাওয়া সম্ভব। মৃত্যু রহস্য প্রকাশ্যে আনতে চাইছেন তিনি।

আরও পড়ুনঃ মাসের ৮ তারিখেও বেতন অমিল বিশ্বভারতীতে, প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির দ্বারস্থ শিক্ষক সংগঠন

অভিযোগ পত্রে তাঁর স্ত্রী সুপর্ণা কাঞ্জিলাল চক্রবর্তী জানিয়েছেন, ২০১৮ সালের ১৩ অক্টোবর স্কুলে কাজ করার সময় সেদিন তিনি ফোন পান। তাতে তিনি জানতে পারেন যে গুলিবিদ্ধ হয়েছেন শুভব্রত চক্রবর্তী। শুভেন্দু অধিকারীর নিরাপত্তারক্ষী থাকাকালীন গুলিবিদ্ধ হন তিনি।

আরও পড়ুনঃ মুখরক্ষা করতে পারেননি সরকারের, তাই কি মন্ত্রীসভায় জাভড়েকরের শেষ রক্ষা হল না!

এরপর হাসপাতালে গিয়ে শুভব্রত চক্রবর্তীর পরিবার জানতে পারে, শুভেন্দু অধিকারীর নির্দেশে শুভব্রত চক্রবর্তীকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে। তাঁর অভিযোগ, নির্দেশ থাকা সত্ত্বেও অ্যাম্বুলেন্স আসতে দেরি হল কেন। সন্ধ্যায় শুভব্রতকে কলকাতায় নিয়ে আসা হয় এবং পরের দিন অর্থাৎ ১৪ অক্টোবর মৃত্যু হয় শুভব্রতর। স্বামীর মৃত্যুর সঠিক কারণ প্রকাশ্যে আনতেই কাঁথি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বলে জানান মৃতের স্ত্রী সূপর্ণা কাঞ্জিলাল চক্রবর্তী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here