নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষের জামিন মঞ্জুর হতে না হতেই ত্রিপুরায় এবার এফআইআর দায়ের হল ফিরহাদ হাকিমের বিরুদ্ধে। সোমবার সোহেল রানা নামের এক বিজেপি নেতা ত্রিপুরার সোনামুরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ফিরহাদ হাকিমের বিরুদ্ধে।

সোহেল রাণার অভিযোগ, গত ২০ নভেম্বরের এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করেছেন ফিরহাদ। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে ‘তুই’ তুকারি, কুয়োর ব্যাঙ, ছোট-ছুটকা, জুমলাবাজ, দালাল ইত্যাদি শব্দের ব্যবহারও করেছেন ফিরহাদ, যা অপমানজনক। শুধু তাই নয়, অভিযোগপত্র বলা হয়েছে, ফিরহাদ ওই জনসভায় বলেছিলেন, “তুই এখানে আমায় একটা মারলে ওখানে পাঁচ মিনিটে পাঁচটা মারব।” ফিরহাদের বক্তব্যের জেরে শান্তি নষ্ট হচ্ছে ত্রিপুরার, এমনটাই অভিযোগ করেছেন তিনি। যদিও এই বিষয়টিকে আদৌ পাত্তা দিচ্ছেন না ফিরহাদ। সংবাদ মাধ্যমকে ফিরহাদ হাকিম বলেন, “যা পারে করুক। পাগলে কী না বলে, ছাগলে কী না খায়”।
আরও পড়ুনঃ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তৃণমূলের বৈঠক আপাত ফলপ্রসূ, আর হবে না হিংসা মিলেছে আশ্বাস
উল্লেখ্য, এই পুরভোটে প্রথমবার ত্রিপুরায় প্রতিদ্বন্দ্বিতা করবে তৃণমূল। স্বাভাবিকভাবেই বাংলার নেতাদের এখন প্রায়ই দেখা যাচ্ছে ত্রিপুরায়। কিন্তু প্রতিবারই সেখানে হামলার মুখে পড়তে হচ্ছে তৃণমূল নেতা-মন্ত্রীদের। এর আগে হিংসা ছড়ানোর মতো একাধিক অভিযোগ তুলে অভিযোগ দায়ের হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ থেকে সায়নী ঘোষ-সহ অনেকের বিরুদ্ধে। এবার সেই তালিকায় নাম জুড়ল ফিরহাদ হাকিমের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584