ওয়েব ডেস্ক, অসমঃ
অসমের বিজেপি বিধায়ক শিলাদিত্য দেবের বিরুদ্ধে এফআইআর। অহমিয়া সাহিত্যিক সৈয়দ আব্দুল মালিককে ‘জিহাদি বুদ্ধিজীবী’ বলায় বিধায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে কংগ্রেস।
সৈয়দ আব্দুল মালিক একজন পদ্মশ্রী ও পদ্মভূষণ পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক। অহমিয়া সাহিত্যে তাঁর অবদান ভুলে গিয়ে শুধুমাত্র ধর্মীয় কারণে এহেন মন্তব্য অত্যন্ত নিচু মনের পরিচয়। কংগ্রেসের বিধায়ক এবং বিধানসভার বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া জানিয়েছেন তাঁরা হোজাই এর বিধায়কের বিরুদ্ধে ঠিক এই কারণে অভিযোগ দায়ের করেছেন এবং আইনানুগ বিচার চান তাঁরা।
আরও পড়ুনঃ বিশ্বে প্রথম করোনা ভ্যাকসিন নিয়ে এল রাশিয়া, পুতিন কন্যার উপর প্রথম প্রয়োগ
কংগ্রেসের সখ্যালঘু সেল ধর্মীয় বিদ্বেষ সৃষ্টি করার কারণে বিধায়ক শিলাদিত্য দেবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। অল অসম গরিয়া মরিয়া দেশী জাতীয় পরিষদ এবং গরিয়া যুব পরিষদের তরফে ভিন্ন একটি এফআইআর ও দায়ের করা হয়েছে এবং শিলাদিত্য দেবকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তাঁরা।
আরও পড়ুনঃ বিরল হীরে মিলল রাশিয়ায়, রং গাঢ় হলুদ
অসম সাহিত্য সভা, যার প্রাক্তন সভাপতি ছিলেন সৈয়দ আব্দুল মালিক তারাও শিলাদিত্য দেবের মন্তব্যের সমালোচনা করে বলেন, উনি মানসিক ভাবে অসুস্থ ; সরকার অবিলম্বে ওনার চিকিৎসার ব্যবস্থা করুক। না হলে সৈয়দ আব্দুল মালিকের মত মানুষ যিনি অহমিয়া সাহিত্যের একজন দিকপাল, অহমিয়া সাহিত্য সমৃদ্ধ হয়েছে যাঁর জন্য, তাঁর সম্পর্কে এমন মন্তব্য কেউ করতে পারেনা। প্রসঙ্গত উল্লেখ্য , সৈয়দ আব্দুল মালিক প্রয়াত হয়েছেন ২০০০ সালে এবং জীবিতকালে অহমিয়া ভাষা ও সাহিত্যকে সমৃদ্ধ করেছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584