দিল্লি এইমসে আগুন

0
47

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

এবার আগুন লাগল দেশের প্রথম সারির স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র দিল্লি এইমস (অল ইণ্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস)-এ।এখনও পর্যন্ত এই অগ্নিকান্ডে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।আগুন নিয়ন্ত্রণে দমকলের ৩৪টি ইঞ্জিন চেষ্টা করছে।

Fire At Delhi AIIMS | newsfront.co
ছবিঃ এএনআই

সংবাদ সংস্থা সূত্রে জানা যায়, বিকেল ৫টা নাগাদ প্রথম এবং দ্বিতীয় তলায় প্রথমে আগুন লাগে।পরে সেই আগুন ভবনের অনান্য অংশে ছড়িয়ে পড়ে।আপাতত উদ্ধার কার্য চালানো হচ্ছে।

প্রত্যক্ষদর্শীদের দেওয়া বিবৃতিতে জানা যাচ্ছে,দেশের প্রথম সারির এই স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রের দূর থেকে কালো ধোঁয়া দেখা যাচ্ছে।অগ্নি নির্বাপণ কেন্দ্রের এক আধিকারিক সূত্রে জানা যায় যে,বিকেল ৫ টা নাগাদ হাসপাতাল থেকে জানানো হয় যে অগ্নিকাণ্ডের বিষয়টি।খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিশাল সংখ্যক ইঞ্জিন নিয়ে দমকল বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলের দিকে ছুটে যায়।

ঘটনাচক্রে,এই মুহূর্তে প্রাক্তন অর্থমন্ত্রী অরুন জেটলি কার্ডিও নিউরো সেন্টারের ইনসেনটিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন আছেন। যদিও এই ভবনটিতে আগুন লাগেনি।

আরও পড়ুনঃ তৃণমূল-বিজেপি সংঘর্ষ, আহত প্রায় ১০

এইমসের ডিরেক্টর রণদীপ গুলেরিয়া জানিয়েছেন,কোন ওয়ার্ডে আগুন ছড়িয়ে পড়েনি।তবে ল্যাবে আগুন লাগার সাথে সাথেই তা বন্ধ করে দেওয়া হয়েছে।সৌভাগ্যবশত,জরুরি ল্যাবে সেই মুহূর্তে কোন রুগী ছিলেন না।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here