ফাঁসিদেওয়ায় ডিব্রুগড়-চণ্ডীগড় এক্সপ্রেসে আগুন, মৃত দুই

0
110

বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ

Fire at dibrugarh Chandigarh express died two
নিজস্ব চিত্র

শুক্রবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তরর্গত ফাঁসিদেওয়া ব্লকের করনগছ এলাকায় চলন্ত ডিব্রুগড়-চণ্ডীগড় এক্সপ্রেসে আগুন লাগার ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়ালো। এই ঘটনায় মৃত্যু দুই যাত্রী। জানা গিয়েছে যে অচমাই আগুনের ধোঁয়া দেখতে পায় যাত্রীরা। তারা প্রথমে মনে করেন যে লাআনের পাশে কোন জায়গায় আগুন লেগেছে।

Fire at dibrugarh Chandigarh express died two
নিজস্ব চিত্র

এরপর জানালা দিয়ে দেখতে পান ট্রেনের ইঞ্জিন আগুন লেগেছে। এরপর সেই আগুন ছড়িয়ে পরে অন্য একটি কামরায়। এই দেখে হইচই পরে যায় যাত্রীদের মধ্যে। এবং প্রাণে বাঁচার জন্য ঝাঁপ দেয় দুজন যাত্রী। এরপর ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই যাত্রী। এবং আগুন লাগার সঙ্গে সঙ্গেই ট্রেন থামিয়ে দেওয়া হয়। এরপর স্থানীয়রা এই দেখে তরীঘরী বাড়ি থেকে বালতি বালতি জল এনে উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন।

Fire at dibrugarh Chandigarh express died two
নিজস্ব চিত্র

অপরদিকে খবর দেওয়া হয় পুলিশ ও দমকলকে। এবং এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ফাঁসিদেওয়া থানার পুলিশ ও দমকলকের দুটি ইঞ্জিন। এরপর ঘটনাস্থলেই পৌঁছে দুটি ইঞ্জিন গিয়ে ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুনঃ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাপাখানায় আগুন

অপরদিকে দমকলের প্রথমিক অনুমান যে ট্রেনের তেলের ট্যাংকে ছোট ফুট ছিল তার কারনে হয়তো আগুন লাগে। তবে গোটা ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে। অন্যদিকে এই ঘটনার ফলে শিলিগুড়ি থেকে কলকাতা ও কলকাতা থেকে শিলিগুড়ি ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here