সুদীপ পাল,বর্ধমানঃ
কলকাতার বাগরি মার্কেটের ভয়াবহ অগ্নিকাণ্ড এবং তার বিভীষিকা মানুষের মনে চিরস্থায়ী ছাপ ফেলে গেছে।এরই মধ্যে দুর্গাপুরের সিটি সেন্টারের জাংশন মলের কাছে এক বাণিজ্যিক বহুতলে আগুন লাগল আজ সকালে।এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সাথে সাথেই।বহুতলের গ্রাউন্ড ফ্লোরে একটি বহুজাতিক সংস্থার খাবারের আউটলেট রয়েছে।মনে করা হচ্ছে ঐ সংস্থার কিচেনের সার্ভার রুম থেকেই শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।স্থানীয় সূত্রে জানা যায়,আজ সকাল সাতটার দিকে বাণিজ্যিক বহুতলের বেসমেন্ট থেকে ধোঁয়া বের হতে থাকে।তা দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন।তৎক্ষনাৎ দমকলে খবর দেওয়া হলে দমকলের দু’টি ইঞ্জিন এসে ঘটনাস্থলে হাজির হয়।দেখা যায় কালো ধোঁয়ায় বেসমেন্ট ভরে রয়েছে। অবশেষে দমকলের বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
উল্লেখ্য, দুর্গাপুর নগর নিগম কয়েকদিন আগে দুর্গাপুরের সিটি সেন্টারে বিভিন্ন মল, হাসপাতাল,হোটেলে অগ্নি প্রতিরোধ ব্যবস্থা খতিয়ে দেখতে অভিযানে নেমেছিল। যাদের ত্রুটি ধরা পড়েছিল তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে শুধরে নেওয়ার জন্য নগর নিগম সংশ্লিষ্ট সংস্থাগুলিকে নির্দেশ দেয়।এদিনের ঘটনায় যাদের গাফিলতি রয়েছে তাদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন দুর্গাপুরের মেয়র দিলীপ আগস্তি।
আরও পড়ুনঃ জামিনে মুক্ত বাবুয়া
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584