শ্যামল রায়, পূর্বস্থলী:-
রবিবার বিকেল নাগাদ পূর্বস্থলী রেল বাজারে আগুনে ভষ্মিভূত হয়ে গেল পাঁচটি দোকান। আগুন নেভাতে দুটি দমকলের গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সাহায্য করে।
বিকেল পাঁচটা নাগাদ আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।কোনো চায়ের দোকান থেকে গ্যাস সিলিন্ডার থেকে আগুন ধরার ঘটনা ঘটতে পারে অথবা শর্ট সার্কিট থেকে আগুন ধরার কারণ হতে পারে বলেই দমকলের পুলিশ প্রাথমিক অনুমান করেছে।
আগুনে পুড়ে ভষ্মিভূত হয়েছে নিরঞ্জন রাজবংশীর মাছের দোকান। সুব্রত মাঝির হার্ডওয়্যারের দোকান। কান্তি দের চায়ের দোকান ,জয়দেব রাজবংশীর দোকান।ক্ষতির পরিমাণ কমপক্ষে ৫০ লক্ষ টাকা বলে জানা গিয়েছে।
পূর্বস্থলী রেল স্টেশন সংলগ্ন রেল বাজারে এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েন। দোকানগুলো খুব ঘিঞ্জি বসতির মধ্যেই অবস্থিত। আগুন ধরার ঘটনার সময় ব্যবসায়ীদের দোকানের পাশাপাশি ছিল অসংখ্য বাড়ি। আগুনের ধোঁয়া দেখে ওইসব বাড়ির লোকজনেরাও বেরিয়ে পড়ে এবং আতঙ্কিত হয়ে পড়েন।
ঘটনাস্থলে পৌঁছে যায় দ্রুত পূর্বস্থলী থানার পুলিশ।
পূর্বস্থলী থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সোমনাথ দাস জানিয়েছেন যে আগুন নেভাতে স্থানীয় বাসিন্দারাও হাত লাগান।তবে প্রকৃতপক্ষে কি থেকে আগুন লেগেছে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না বলে তিনি জানিয়েছেন।
প্রশ্ন উঠেছে ব্যবসায়ীদের দোকানে অগ্নিনির্বাপক কোনো ব্যবস্থা না থাকার কারণেই এই ধরনের ঘটনা আরো মারাত্মক হতে পারে আগামী দিন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584