নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
মাসের শেষ তারিখে বিধ্বংসী অগ্নিকাণ্ড হাওড়ায়। সোমবার বিকেলের দিকে জালান কমপ্লেক্সের কাছে পরপর দু’টি তুলোর গুদামে আগুন লাগে বলে খবর। দমকলের সাতটি ইঞ্জিনযুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালাচ্ছে। এখনো পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার বিকেলের দিকে প্রথমে একটি তুলোর গুদাম থেকে ধোঁয়া বেরতে দেখা যায়। গুদামে তুলো মজুত থাকায় মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আগুন। পাশের গুদামেও ছড়িয়ে যায় আগুন। স্থানীয়রা আতংকিত হয়ে পড়েন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল। একে একে সাতটি ইঞ্জিন আসে। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করলেও কাছাকাছি জলের যোগান না থাকায় সমস্যায় পড়তে হয় তাঁদেরও।
আরও পড়ুনঃ আনিস খান হত্যাঃ আদালতের নির্দেশে ফের ময়নাতদন্ত, এসএসকেএম হাসপাতালে পৌঁছল দেহ
এছাড়াও প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত থাকায় ও হাওয়ার কারণে আগুন নেভাতে যথেষ্টই বেগ পেতে হয় দমকল কর্মীদের। ক্রেন দিয়ে কারখানার দেওয়াল ভেঙে ফেলা হয়। এখনও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। কিভাবে ওই তুলোর গুদামে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয় তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিটের জেরেই আগুন লেগেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584