নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
বাংলাদেশে ফলের রস তৈরির একটি বহুতল কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডে মৃত্যু হয়েছে ৫২ জনের, আহত অন্তত ৫০ জন। নারায়ণগঞ্জের রূপগঞ্জের ফলের রস তৈরির ওই কারখানায় বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ আগুন লাগে। ছয় তলা ওই কারখানার গ্রাউন্ড ফ্লোরেই প্রথমে আগুন লাগে এবং দ্রুত ছড়িয়ে পড়ে আগুন এমনটাই প্রাথমিক তদন্তে জানা গিয়েছে।
বৃহস্পতিবার বিকেলে আগুন লাগার পর দমকলের ১৮ টি ইঞ্জিন পৌঁছয় ঘটনাস্থলে, আগুন কিছুটা আয়ত্বে আসে শুক্রবার দুপুরের দিকে। তারপর ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ৪৯ জনের দেহ, জানা গিয়েছে ঢাকার এক সংবাদ সংস্থার সূত্রে। এক দমকল আধিকারিক গোপনীয়তার শর্তে ওই সংবাদ সংস্থাকে জানিয়েছেন, পুরো কারখানায় প্রাথমিক তল্লাশি চালিয়ে পঞ্চাশেরও বেশি মৃতদেহের সন্ধান পাওয়া গিয়েছে। পরে এই সংখ্যা আরও বাড়তেও পারে।
দমকলবাহিনী জানায়, কারখানাটির ভিতরে প্রচুর প্লাস্টিকের বোতল, রাসায়নিক পদার্থ এবং অন্যান্য দাহ্য বস্তু মজুত করা ছিল। তাতেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে আগুনের কারণ এবং উৎস এখনো স্পষ্ট নয়।
আরও পড়ুনঃ ডেটা সুরক্ষা বিল প্রকাশ হওয়ার পরেই প্রাইভেসি পলিসি পরিবর্তন, জানাল হোয়াটসঅ্যাপ
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কারখানাটির গ্রাউন্ড ফ্লোরে আগুন লাগায় বাইরে বেরোনোর রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল। ফলে প্রাণ বাঁচাতে কারখানার উপরের তলাগুলি থেকে ঝাঁপ দেন ভিতরে আটকে পড়া বহু শ্রমিক ও কর্মচারী। তাঁদের অনেকেই গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584