মোহনা বিশ্বাস, কলকাতাঃ
সাতসকালে শহরের বুকে ফের অগ্নিকাণ্ড। সকাল ১১ টা নাগাদ কলকাতা মেডিকেল কলেজের অ্যাকাডেমিক বিল্ডিং থেকে আচমকাই ধোঁয়া বেরতে দেখা যায়। এরপরই আতঙ্ক ছড়ায় সেখানে উপস্থিত রোগী, তাঁদের পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে। তারপর হাসপাতালে থাকা দমকলের ২টি ইঞ্জিনের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
তবে বিশেষ কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। কীভাবে এই আগুন লাগল, তা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এসি-র শট সার্কিটের কারণেই আগুন লাগে কলকাতা মেডিকেল কলেজের ওই বিল্ডিংয়ে। যদিও এবিষয়ে এখনও নিশ্চিতভাবে কোনও তথ্য পাওয়া যায়নি।
আরও পড়ুনঃ ‘কোথাও থেকে ১০ পয়সাও নিয়েছি প্রমাণ থাকলে জনসমক্ষে আনুন’, ইডি দফতরে অভিষেক
উল্লেখ্য, জরুরি পরিস্থিতির কথা বিবেচনা করেই শহরের সমস্ত হাসপাতালে দমকলের দু’টি ইঞ্জিন থাকে। কলকাতা মেডিকেল কলেজে থাকা তেমনই দু’টি ইঞ্জিন এদিন পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে বলে জানা যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584