ভয়াবহ আগুন গুজরাতের ভারুচের এক কোভিড হাসপাতালে, মৃত্যু অন্তত ১৯ জন রোগীর

0
68

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ

মহারাষ্ট্রের পালঘরের পরে গুজরাটের ভারুচ। গুজরাটের ভারুচে একটি কোভিড হাসপাতালে ভয়াবহ অগ্নিকান্ডে মৃত্যু অন্তত ১৯ জন রোগীর। জানা গিয়েছে, প্রায় ৭০ জন রোগী ভর্তি ছিলেন হাসপাতালটিতে। আইসিইউ-তেই ছিলেন ২৪ জন করোনা রোগী। এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Gujrat Covid hospital fire | newsfront.co
ছবি সৌজন্যেঃ এএনআই

শুক্রবার গভীর রাতে পেয়ে ১ টা নাগাদ আগুন লাগে হাসপাতালে। দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে ঘন্টা খানেকের মধ্যেই, তারপর শুরু হয় উদ্ধারকাজ। আজ সকাল ছটা পর্যন্ত পাওয়া খবরে অন্তত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। দমকলকর্মীদের সাথে উদ্ধারকাজে হাত লাগান স্থানীয় মানুষজন। তাঁরা উদ্ধার করেছেন অন্তত ৫০ জনকে।

ভারুচের পুলিশ সুপার রাজেন্দ্র সিং চুদাসামা অবশ্য সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অগ্নিকান্ডের কিছুক্ষণের মধ্যেই কোভিড ওয়ার্ডের ১২ জনের মৃত্যু হয়, কয়েকজনের মৃত্যু হয়েছে ধোঁয়াতেও। বাকি সাতজন অন্য হাসপাতালে স্থানান্তরিত করার পথে মারা গিয়েছে নাকি স্থানান্তরিত করার পরে সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি মৃতদের পরিবারের জন্য চার লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here