দু’সপ্তাহের ব্যবধানে ফের অগ্নিকান্ড দিল্লি এইমসে

0
55

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

সোমবার ভোর পাঁচটা নাগাদ আগুন লাগে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে। হাসপাতালের জরুরি বিভাগে আগুন লাগে , খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। মাত্র দু’সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বার অগ্নিকাণ্ডের ঘটনা দিল্লির এইমস হাসপাতালে।

Delhi AIIMS Fire | newsfront.co
সৌজন্যেঃ এএনআই

এবারে হাসপাতালের জরুরি বিভাগে আগুন লাগায় আতংক ছড়িয়ে পড়ে রোগীদের মধ্যে। হাসপাতালে ভর্তি থাকা রোগীদের দ্রুত নীচে নামিয়ে আনা হয়। আগুন লাগার ঘটনায় আতঙ্কিত হয়ে বহু রোগী নিজেরাই বেরিয়ে আসেন ওয়ার্ড থেকে। দমকল সূত্রে জানা গিয়েছে কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, কোন হতাহতের খবর মেলেনি।

আরও পড়ুনঃ উত্তরপ্রদেশ নির্বাচন : ক্রমশ জোরদার হচ্ছে যোগী বিরোধী ‘বেসুরো’ বিজেপি কন্ঠ

গত ১৭ জুন রাত সাড়ে দশটা নাগাদ আগুন লাগে দিল্লির এইমস হাসপাতালের ন’তলায়। দমকল বাহিনী কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পরে জানা গিয়েছিল হাসপাতালের রেফ্রিজারেটরে শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ড ঘটে। এদিনের জরুরি বিভাগে আগুন লাগার কারণও খুঁজে দেখছেন দমকল বাহিনীর বিশেষজ্ঞ দল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here