নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
শনিবার ভোরে শহরে ফের অগ্নিকান্ড। গড়িয়াহাটের কাছে এক ফলের দোকানে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেল নগদ প্রায় দু লক্ষ টাকা। তবে অগ্নিকান্ডের ঘটনায় কেউ হতাহত হননি বলে জানা গিয়েছে। আপাতত নিয়ন্ত্রণে এসেছে আগুন।
এদিন ভোরবেলা ১২ নম্বর ডোভার টেরাসের একটি দোকানের বন্ধ শাটারের নীচ থেকে কালো ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই প্রথমে দমকলে খবর দেন, দমকলের ৩ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দোকানে এক মহিলা ফল ব্যবসায়ী পরিবার নিয়ে থাকতেন। শুক্রবার তিনি ছিলেন না। মহিলা জানিয়েছেন, তাঁর ঘরে এক লক্ষ আশি হাজার টাকা ছিল। গয়না সব পুড়ে ছাই হয়ে গেছে।
আরও পড়ুনঃ বন্যা ও ভূমিধস ব্রাজিলের পেট্রোপলিস শহরে!
কিভাবে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিটের জেরেই আগুন লাগে দোকানে। তবে আগুন নেভাতে গিয়ে দুজন সামান্য আঘাত পেয়েছেন। তবে দমকল কর্মীরা জানিয়েছেন, স্থানীয় বাসিন্দাদের তৎপরতাতেই দ্রুত আগুন নেভানো সম্ভব হয়েছে। তা না হলে ঘিঞ্জি এলাকায় আগুন ছড়িয়ে পড়তে পারত, হতে পারতো বড় অগ্নিকান্ড।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584