তৌসিফ ইকবাল, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থানার অন্তর্গত কমান্ডার মোড় এলাকার একটি পাটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়াল এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে উপস্থিত হয় ভগবানগোলা থানার পুলিশ। ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েক লক্ষ টাকার পাট।
আগুন দেখে তড়িঘড়ি গ্রামবাসীরা এগিয়ে আসেন আগুন নেভাতে। পরে ঘটনাস্থলে উপস্থিত হয় দমকলের একটি ইঞ্জিন। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী।
আরও পড়ুনঃ নবগ্রামে পথ দুর্ঘটনায় মৃত্যু মোটরবাইক চালকের
গোডাউন মালিক জানান, আমি বাড়ির দোতালায় ছিলাম। হঠাৎ করে নীচে দেখি গোডাউনে আগুন জ্বলছে। তিনি বলেন, এই গোডাউন আমার কিন্তু আমি এখন অন্যজনকে ভাড়ায় দিয়েছি। ইলেকট্রিক শটসার্কিট থেকেই আগুন লেগেছে মনে হয়। তিনি প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন কিভাবে আগুন লাগলো তার যেন সঠিকভাবে তদন্ত করা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584