শুভশ্রী মৈত্র, কলকাতাঃ
সোমবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড সল্টলেকের ঝুপড়িতে। আগুন নিয়ন্ত্রণের আনার চেষ্টা চালাচ্ছেন দমকলের কর্মীরা। তবে ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। সোমবার সকালে সল্টলেকের সেন্ট্রাল পার্কের কাছে একটি অস্থায়ী ঝুপড়িতে আগুন লাগে।
জানা গিয়েছে, প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে। আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে দমকলের পাঁচটি ইঞ্জিন। জানা গিয়েছে, এখনও পর্যন্ত এই অগ্নিকাণ্ডে ৫০ থেকে ৭০টি ঝুপড়ি ও দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। ঝুপড়ির বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। এখনো পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।
আগুন লাগলো কিভাবে তা এখনো সঠিকভাবে বলতে পারেননি দমকলকর্মীরা। তবে প্রাথমিকভাবে অনুমান, মজুত থাকা দাহ্য পদার্থে আগুন লেগে তা ছড়িয়ে পড়েছে। শেষ পাওয়া খবর পর্যন্ত আগুন সম্পুর্ন নিয়ন্ত্রণে আসেনি। ঘটনাস্থলে রয়েছে বিধাননগর থানার পুলিশ। উপস্থিত রয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসুও।
তিনি জানান, “হতাহতের কোনও খবর নেই। তবে ওদের আর্থিক ক্ষতি অনেকটাই হয়েছে। ঠিক কতগুলি ঝুপড়ি ও দোকান ক্ষতিগ্রস্ত, আমরা দেখে নিচ্ছি।”
কলকাতায় একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত সাধারণ মানুষ। এর আগে তপসিয়ার ঝুপড়িতে ভয়ংকর আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছিল বহু ঝুপড়ি। বিপুল ক্ষয় ক্ষতির মুখে পড়েছিলেন বাসিন্দারা। তবে সল্ট লেকের ঝুপড়ির আগুন খুব বেশি ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584