নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
বাগবাজারের প্রতিচ্ছবি এবার নিউটাউনে। বাগবাজারের হাজারি বস্তিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের মতো দুঃসহ ক্ষত এখনও দগদগে। ২৪ ঘণ্টার মধ্যেই আরও এক অগ্নিকাণ্ডের সাক্ষী রইল কলকাতা। যদিও তা এতটা ভয়াবহ আকার নেয়নি।
আজ, বৃহস্পতিবার সন্ধেবেলা নিউটাউনের শুলংগুড়ি বস্তিতে আগুনের জেরে পুড়ে গেল বেশ কয়েকটি ঝুপড়ি। তবে হতাহতের কোনও খবর নেই। স্থানীয় বাসিন্দারা এবং দমকল কর্মীরা একযোগে কাজ করায় এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যে ছ’টা নাগাদ আগুন লাগে নিউটাউনের শুলংগুড়ি বস্তিতে। স্থানীয় বাসিন্দারা জানান, আজ সন্ধ্যায় একের পর এক বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। ঝুপড়িতে আগুন লাগার সঙ্গে সঙ্গে পাশের একটি জলাশয় থেকে জল নিয়ে তাঁরাই প্রাথামিকভাবে আগুন নেভানোর কাজ শুরু করেন। দ্রুত আগুন নিভে যাওয়ায় এই অগ্নিকাণ্ড ভয়াবহ আকার নেয়নি। খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিনও ঘটনাস্থলে যায়।
আরও পড়ুনঃ এ যেন জতুগৃহ! বাগবাজারের অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্তদের গৃহ নির্মাণের আশ্বাস মুখ্যমন্ত্রী
দমকলের প্রাথমিক অনুমান, একটি ঝুপড়িতে শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে। তবে রান্নার গ্যাসের সিলিন্ডার ফেটে যাওয়ায় পাাশের তিনটি ঝুপড়িতেও আগুন ছড়িয়ে পড়ে। চারজনের ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। এক বৃদ্ধা ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছিলেন। তাঁকে উদ্ধার করে প্রাথমিক শুশ্রূষা করা হলে সুস্থ হয়ে ওঠেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584