মোহনা বিশ্বাস, কলকাতাঃ
সাতসকালে শহরের বুকে ভয়াবহ অগ্নিকাণ্ড। প্রথমে নিমতলা ঘাট স্ট্রিটের একটি কাঠের গুদামে আগুন লাগে। সূত্রের খবর, প্রথমে কাঠৈর গুদামে আগুন লাগে এবং তারপর সেখান থেকে পাশের বস্তি এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। ইতিমধ্যে ভস্মীভূত হয়ে গিয়েছে ২০ থেকে ২৫টি বাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৫টি ইঞ্জিন। দ্রুত আগুন নেভানোর কাজ শুরু হয়। তবে ঘিঞ্জি এলাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে সেখানে গিয়ে পৌঁছন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। তিনি জানিয়েছেন, “এলাকাটি কাঠের গুদামে ভর্তি। ওই গুদামের আশেপাশে বেশ কয়েকটি বসতিও রয়েছে। তাই দ্রুত আগুন নিয়ন্ত্রণে না আনা গেলে বড় বিপদের আশঙ্কা। তবে দমকল কর্মীরা প্রাণের ঝুঁকি নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। ঘটনায় মানুষের কোনও ক্ষতি হয়নি। তবে অনেক দোকান পুড়েছে, ফলে ব্যবসায় ক্ষতি হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।”
আরও পড়ুনঃ দুষ্কৃতী ধরতে ভিন রাজ্যে হুমকির মুখে কলকাতা পুলিশ! সিবিআই বা সিআইডিকে মামলার তদন্তের আর্জি হাইকোর্টে
জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে সাতটা নাগাদ আগুন লাগে নিমতলা ঘাট স্ট্রিটের ওই কাঠের গুদামে। তবে কিভাবে আগুন লাগল, তা এখনও জানা যায়নি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584