নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
ফের অগ্নিকান্ড দিল্লির উপহার সিনেমা হলে। এই অগ্নিকান্ডের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় রবিবারের দিল্লিতে। ১৯৯৭ সালের ১৩ জুন ম্যাটিনি শো চলছিল ‘বর্ডার’ সিনেমার, সেসময় বিধ্বংসী আগুন লাগে উপহার সিনেমা হলে। অভিযোগ, সিনেমা হলে আগুন নেভানোর মতো যথাযথ ব্যবস্থা ছিল না। তার ওপর আসন সংখ্যা বাড়ানোর কারণে বন্ধ ছিল হল থেকে বেরোনোর আরেকটি রাস্তাও। ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫৯ জনের। জখম হন শতাধিক মানুষ।
১৯৯৭ সালের এই অগ্নিকান্ডের পর থেকেই বন্ধ ছিল উপহার সিনেমা হল এবং মামলা চলছে এখনও। দমকল বাহিনী সূত্রে জানা গিয়েছে রবিবার ভোর পৌনে ৫ টা নাগাদ দিল্লির গ্রিন পার্ক এলাকায় বন্ধ হয়ে থাকা এই সিনেমা হলে আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ৯ টি ইঞ্জিন। দিল্লি ফায়ার ব্রিগেডের ডিরেক্টর জানান আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীদের প্রায় আড়াই ঘণ্টা সময় লেগেছে।
আরও পড়ুনঃ বীরভূমে আদিবাসী নাবালিকা কে গণধর্ষণের অভিযোগ, অভিযোগ পেয়েই তদন্তে নেমেছে পুলিশ
জানা গিয়েছে, এদিনের আগুনের তাপে সিনেমা হলের বেশকিছু চেয়ার, মেঝে, ব্যালকনি ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনও হতাহতের খবর নেই। তবে আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। সিনেমা হলের ভিতরে পড়ে থাকা আসবাবপত্র থেকে আগুন ছড়িয়েছে বলে দমকলকর্মীদের প্রাথমিক অনুমান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584