নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
অফিস টাইমে যাত্রীবোঝাই চলন্ত বাসে আগুন। অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা। কোনওক্রমে প্রাণ বাঁচিয়ে বাস থেকে নামতে সক্ষম হয়েছেন যাত্রীরা। আজ, শুক্রবার সকাল ৯ টা নাগাদ ঘটনাটি ঘটে কেষ্টপুরে। জানা গিয়েছে, এদিন সকালে যাত্রীবোঝাই বাসটি এয়ারপোর্ট থেকে উল্টোডাঙার দিকে যাচ্ছিল। দমদম পার্ক এলাকায় পৌঁছতেই বিপত্তি।
প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায়, দমদম পার্ক এলাকায় হঠাৎই বাসটির সামনে একটি স্কুটি চলে আসে। গতি বেশি থাকায় স্কুটিটিও নিয়ন্ত্রণ করতে পারেনি। যার জেরে সটান গাড়িটি ঢুকে যায় বাসের নিচে। গুরুতরভাবে জখম হন স্কুটি চালক। স্কুটির সঙ্গে ঘর্ষণের জেরেই প্রথমে আগুন ধরে যায় স্কুটিটিতে। সেই আগুন মুহূর্তে ছড়িয়ে পড়ে বাসে।
আরও পড়ুনঃ বিজেপির বিক্ষোভকে কেন্দ্র করে ধুন্ধুমার তারাতলা
স্থানীয়রাই তড়িঘড়ি খবর দেয় দমকলে। ঘটনাস্থলে যায় দুটি ইঞ্জিন। তবে ততক্ষণে পুড়ে ছাই গোটা বাস। স্বভাবতই এই দুর্ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়। পাশের খাল থেকে জল তুলে স্থানীয়রাই প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। অফিস টাইমের এই দুর্ঘটনায় ভিআইপি রোডে যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা। বাসটি ভস্মীভূত হয়ে গেলেও বাসের সব যাত্রীই সুরক্ষিত আছেন বলে জানা গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584